তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়াগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত ছয় দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের স্বর্গীয় অনুকনা সাহা চ্যাম্পিয়ন ট্রফি ও স্বর্গীয় মোমেনা বেওয়া স্মৃতি রানার্স ট্রফির উদ্বোধন করেন কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা,কমিশনার অমিত দেবগুপ্ত,স্বপন ব্রম্ম সহ অনেকেই।এরপর শুরু হয় উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাথে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ইয়ংমেন অ্যাসোসিয়েশনের প্রথম খেলা।
আরও পড়ুনঃ প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন ফুটবলের
খেলার দ্বিতীয়ার্ধে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ১ গোল কুশমন্দি ইয়ংমেন অ্যাসিয়েশনকে দিয়ে এগিয়ে যায়।পরবর্তীতে কুশমন্দি ইয়ংমেন ৫-১৫মিনিটে একটি গোল দিলে খেলার সমতা ফিরে আসে। পরবর্তীতে ট্রাই বেকার উত্তর দিনাজুর জেলা ক্রীড়া সংস্থা ৪-২ গোলে কুশমন্দি ইয়ংমেন অ্যাসোসিয়েশনকে পরাজিত করে জয়ী হয়।
দ্বিতীয় খেলা শুরু হয় কালিয়াগঞ্জ ফুটবল অ্যাকাডেমি সাথে গাজল আদিবাসী ফুটবল কোচিং ক্যাম্পের।খেলার দ্বিতীয়ার্ধে গাজল আদিবাসী কোচিং ক্যাম্প কালিয়াগঞ্জ ফুটবল একাডেমিকে ১-০গোলে পরাজিত করে।
রবিবারের প্রথম দিনের খেলায় উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ও গাজল আদিবাসী কোচিং ক্যাম্প জয়ী হয়।সোমবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানালেন কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ।রবিবারের খেলা দেখতে প্রচুর মানুষের ভীড় হয় মাঠের চার দিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584