অত্যাধুনিক ট্রাক স্ট্যান্ডের উদ্বোধন

0
87

মনিরুল হক, কোচবিহারঃ

the inauguration of the modern truck stand
নিজস্ব চিত্র

অত্যাধুনিক ট্রাক স্ট্যান্ড গড়ে তোলার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বুধবার সকালে কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ট্রাক স্ট্যান্ডের জমিতে ওই কাজের সূচনা হয়। সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর দফতরের সচিব বরুণ রায়, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, জেলা শাসক কৌশিক সাহা সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক। মন্ত্রী জানান, ২০ কোটি টাকা ব্যায়ে এই অত্যাধুনিক ট্রাক স্ট্যান্ড গড়ে তোলা হবে। ত্রিতল ওই ট্রাক স্ট্যান্ডের প্রথম তলায় ট্রাক দাঁড় করানোর জায়গা সহ বসার জায়গা কিছু দোকানপাট ও অফিস থাকবে।এরপর দ্বিতল ও ত্রিতলে থাকার জায়গা, হোটেল সহ বিভিন্ন সুবিধা গড়ে তোলা হবে।
কোচবিহার শহর থেকে ট্রাক স্ট্যান্ড খাগড়াবাড়িতে জাতীয় সড়কের পাশে নিয়ে যাওয়ার পর থেকেই সেখানে স্ট্যান্ড গড়ে তোলার দাবি জানানো হয়। কিন্তু ওই দাবি আজও পূরণ হয় নি। সম্প্রতি ট্রাক মালিক কর্মী সংগঠন গুলো থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সাথে দেখা করে স্ট্যান্ড নির্মাণের দাবি জানালে দ্রুততার সাথে আর্থিক বরাদ্দ দিয়ে এদিন থেকে ওই কাজ শুরু করা হল। মন্ত্রী বলেন, স্ট্যান্ডের জমি অনেকটাই ছিল। কিন্তু কিছু দখল হয়ে বাড়ী তৈরি হয়ে গিয়েছে। আমরা যতটুকু পেয়েছি। তার উপড়ে পরিকল্পনা তৈরি করা হয়েছে। আগামী দু বছরের মধ্যে ওই কাজ সম্পূর্ণ হবে।
এদিন ওই ট্রাক স্ট্যান্ড ছাড়াও আরও বেশ কিছু প্রকল্পের কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এরমধ্যে প্রায় ৩ কোটি ৬৭ লক্ষ টাকা খরচে কোচবিহার শহর লাগোয়া ক্যান্সার সেন্টার সংলগ্ন একটি আড়াই কিলোমিটার রাস্তা পেপার ব্লকের রাস্তা, ৫ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যায়ে মারুগঞ্জ বাজারে মার্কেটিং হাব, প্রাচীর ও নিকাশি নালা নির্মাণের কাজের সূচনা ও খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কালজানিতে একটি রাস্তার কাজের সূচনা করেন তিনি।

আরও পড়ুন: তৃনমূলের গোষ্ঠী কোন্দলে পুড়ল সভামঞ্চ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here