নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দাঁতন ২ ব্লকের জেনকাপুর ২ নং অঞ্চলের প্রধানের বিরুদ্ধে কাটমানি টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল।এই পঞ্চায়েত এখনো তৃণমূলের দখলে।ভোটের পর বিজেপির প্রতিপত্তি জেনেই প্রায় এক মাস ফেরার ছিলেন পঞ্চায়েত প্রধান লুধু মান্ডি।
দীর্ঘ একমাস কোন কাজ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।পঞ্চায়েতের অফিসের সামনে কাটমানির টাকা চেয়ে বিক্ষোভ শুরু করে।তবে এখন কার্যত যোগাযোগ ছাড়া পঞ্চায়েত প্রধান ও উপ প্রধান।তাদের কক্ষে ধুলো ফাঁদে ভর্তি।তবে এ কথা মেনে নিয়েছেন পঞ্চায়েত সচিব।
আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে নেতার বাড়িতে,অভিযোগ অস্বীকার
তিনি বলেন-একমাস ধরে যোগাযোগ সম্ভব হয়নি।সাধারণ কয়েকটি কাজ হলেও নতুন প্রকল্পের সুচনা হয়নি।এই সংকট কবে মিটবে তাও জানা নেই।রাজ্যে কাটমানি নিয়ে সরব জনতা।এরই মধ্যে কেউ কেউ ফিরিয়ে দিয়েছি জনতার টাকা।কিন্তু এমন গা ঢাকা দেওয়ার ঘটনা এই প্রথম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584