শিবরাত্রি চাহিদা বৃদ্ধি আকন্দ ফুলের

0
744

সুদীপ পাল,বর্ধমানঃ

The increase akanda flower for shivratri
নিজস্ব চিত্র

সামনেই শিবরাত্রি পূজো। শিবের প্রিয় ফুল আকন্দ। শিবের ভক্তরা তাই বর্ধমানের বাজার জুড়ে খোঁজ করছেন আকন্দ ফুলের। আর তাতেই আকন্দ ফুলের চাহিদা তুঙ্গে। বর্ধমান শহরের ১০৮ শিবমন্দির এলাকা, আলমগঞ্জের মোটা শিব, বাবা বর্ধমানেশ্বর এলাকায় চলছে জোর প্রস্তুতি। শিবপুজোর জন্য ভিন জেলা থেকে ফুলের কারবারীরা এসে ভিড় জমিয়েছেন বর্ধমানের বিভিন্ন এলাকায়। চলছে আকন্দ, ধুতরো প্রভৃতি বন্য ফুল সংগ্রহের কাজ।

বছরের অন্য সময় যেখানে ১৫ থেকে ২০ টাকা দরে আকন্দের মালা বিক্রি হয়। শিবরাত্রির সময় সেই মালার দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত। দক্ষিণ দামোদর সহ বিভিন্ন বর্ধমানের মফস্বল এলাকা থেকে ফুল ব্যবসায়ীরা এই ফুল সংগ্রহ করে বিক্রি করছেন বর্ধমানের বাজারে। ব্যবসায়ীদের বক্তব্য, বছরের অন্যান্য সময়ে আকন্দ ফুলের চাহিদা সেভাবে থাকে না কিন্তু শিবরাত্রির এই সময় ব্যাপক চাহিদা থাকে। যদিও অনেক ক্রেতাই অভিযোগ করেন, সুযোগ বুঝে দাঁও মারছে ব্যবসায়ীরা। যা দাম তার থেকে অনেকটাই বেশি দামে বিক্রি করছে।

আরও পড়ুন: বিকেলে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরবেন অভিনন্দন বর্তমান, স্বাগত জানাতে প্রস্তুত দেশ

তবে যাঁরা ফুল সংগ্রহ করতে যাচ্ছেন তাঁরা খুব সতর্ক হয়ে তা করছেন তার কারণ আকন্দ ফুলের আঠা অত্যন্ত বিষাক্ত তাই সর্তকতা হিসেবে গ্লাভস পড়ে তবেই ফুল তোলা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here