সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বঙ্গোপসাগরে তিন দিন ভেসে থাকার পর বাংলাদেশী এক নাবালক মৎস্যজীবীকে উদ্ধার করলো ভারতীয় মৎস্যজীবীরা।
অভিযোগ গত রবিবার রায়দিঘি থেকে ৩ টি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায়।পরে মাছ ধরার জাল ফেলার আগে পঞ্চানন ট্রলারের মাঝি মনোরঞ্জন দাস দেখতে পান সমুদ্রের জলে কেউ একজন ভাসছে।এরপর তড়িঘড়ি ট্রলারের মৎস্যজীবীরা উদ্ধারের জন্য এগিয়ে যায়,দেখেন একজন কিশোর জলে ভাসছে।তখনই তাকে উদ্ধার করে প্রথমে তাকে সেবা শুশ্রুষা করে।
পরে উদ্ধার হওয়া কিশোর জানায়, তাঁর নাম ইমরান খান তাঁর বাবার নাম ইসমাইল খান।সে বাংলাদেশের পাথরঘাটা থানা এলাকার বরগুনার চর ঘোরানি গ্রামের বাসিন্দা।কয়েকদিন আগে ১২ জন মৎস্যজীবীর সাথে নদীতে মাছ ধরতে বেরিয়েছিলো ইমরান।
আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা উঠতেই খুশির হাওয়া মৎসজীবীদের পরিবারে
ট্রলারটি তাদের নিজস্ব বলেও জানায় সে।ট্রলারের নাম ইমরান ও ট্রলারের মাঝি ছিলেন আব্বাস নামের এক ব্যক্তি।পরে মাছ ধরার সময় নদীতে বালতি ফেলার সময় বেসামাল হয়ে নদীতে পড়ে যায় সে ।এরপর দু’দিন এক রাত সমুদ্রে ভেসে থাকেন বাংলাদেশী ওই কিশোর।
পরে ভারতীয় মৎস্যজীবীরা তাকে উদ্ধার করে রায়দিঘী থানায় নিয়ে যায়।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই বাংলাদেশি কিশোর।প্রসঙ্গত কিছুদিন আগে কাকদ্বীপের মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাসকে উদ্ধার করেছিলো বাংলাদেশী জাহাজ এরপরেই দুই দেশের সহায়তায় দেশে ফিরেছে রবীন্দ্রনাথ। সেরকমই ইমরান খান যেন তাঁর দেশে ফেরে এমনটাই চান উদ্ধারকারী ট্রলারের মাঝি মনোরঞ্জন দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584