স্থায়ীভাবে বসবাসকারী ভারতীয়দের এনআরসি নিয়ে চিন্তার কারণ নেই

0
32

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রানিং বুলেট ক্লাব মাঠে কালিয়াগঞ্জের উপনির্বাচনে বিজেপি প্রার্থী কমল সরকারের সমর্থনে বিজেপির এক কর্মী সভায় উপস্থিত ছিলেন বিজেপি দলের সর্বভারতীয় সম্পাদক রাহুল সিন্‌হা।

the indian no tension about nrc | newsfront.co
বক্তৃতা দিচ্ছেন রাহুল সিনহা। নিজস্ব চিত্র

তিনি বলেন, তৃণমূল এনআরসি নিয়ে যতই ভোটের সময় ভোটারদের ভুল বুঝিয়ে থাকুক, ভারতে স্থায়ী ভাবে বসবাসকারী হিন্দু ও মুসলিমদের গায়ে এনআরসি নিয়ে কোনও আঁচড় পড়বে না। আঁচড় পড়বে তাদের যারা মুসলিম অনুপ্রবেশকারী।

রাহুল বাবু আরও জানান, ভারতে স্থায়ী ভাবে বসবাসকারী হিন্দু এবং মুসলিমদের কোনও কাগজপত্র লাগবে না। স্থায়ীভাবে বসবাস করাটাই আসল কাগজের কাজ করবে। তৃণমূলের অবস্থা বর্তমানে ল্যাজে-গোবরে হয়ে আছে, তাই ভোটে জেতার জন্য তারা আবোল-তাবোল বকে চলেছে।

আরও পড়ুনঃ ‘এনআরসি মানি না’, অনুষ্ঠানে মন্তব্য অনুব্রতর

এ দিন দলীয় সমাবেশে রাহুল বাবু বলেন, “আগামী ২০২১ এর ভোটে তৃণমূল টিকে থাকার জন্য কংগ্রেস-বামের সঙ্গে হাত মিলিয়েও কোনও ফায়দা তুলতে পারবে না।

রাজ্যের বিভিন্ন শহরে দিদির ছবি দিয়ে বড় বড় কাট-আউট লাগানো হতো, যাতে লেখা থাকত ‘সততার প্রতীক’। এখন আর সেসব দেখা যায় না। এখন লিখতে হলে কাট-আউটে লিখতে হবে সারদার প্রতীক। কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকারের যে জনপ্রিয়তা ও সততা, তাই কমল সরকারকে জেতানোর পক্ষে যথেষ্ট।”

এ দিন মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধরী, বিজেপির রাজ্য সম্পাদক রথিন বসু, বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি নির্মল দাম, প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী, বিজেপির জেলা সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী ও বিজেপির বিধায়ক দক্ষিণ দিনাজপুর জেলার অবসার্ভার অমিত সাহা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here