কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম জেলায় বেড়াতে কোথায় যাবেন তা জানার জন্য পর্যটন স্থলগুলির খুঁটিনাটি তথ্য পাওয়ার জন্য পর্যটন অনুসন্ধান কেন্দ্র খোলা হল।এই পর্যটন অনুসন্ধান কেন্দ্রটি ঝাড়গ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায় খোলা হয়েছে।পাশাপাশি এই পর্যটন তথ্যকেন্দ্র থেকে পর্যটকদের পরিবেশ বান্ধব সবুজ রঙের ব্যাগ দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্ব নির্ভর গোষ্ঠীদের হাতে তৈরি জিনিস পত্র প্রদর্শিত হচ্ছে এবং সেখানে থেকে কেনাকাটাও করে যাবে।পৌরসভা সূত্রে জানা গিয়েছে,উল্লেখ্য ঝাড়গ্রাম পৌরসভার মেয়াদ উর্ত্তীণ হওয়ার পর সদ্য প্রশাসকের দায়িত্ব নিয়েছেন ঝাড়গ্রামের মহকুমাশাসক সুবর্ণ রায়।তিনি দায়িত্ব নিয়েই শহরের উন্নয়নের স্বার্থে একের পর এক সিদ্ধান্ত নিয়ে কাজ করছেন।ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক গুলির বিভিন্ন পর্যটন স্থল গুলিতে সারা বছরের পাশাপাশি শীতে রাজ্য সহ বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ঢল নামে।পর্যটকরা ঝাড়গ্রাম শহরের বিভিন্ন হোটেল,লজে থেকে পর্যটন স্থল গুলিতে যান।কিন্তু অনেক ক্ষেত্রেই পর্যটকদের কাছে জেলার পর্যটন স্থল গুলি সম্পর্কে পর্যাপ্ত তথ্য থাকে না।ফলে ঝাড়গ্রামে বেড়াতে এসেও তথ্য না থাকার কারনে অনেক স্থল বাদ যায়।এক সময় বামফ্রন্ট পরিচালিত ঝাড়গ্রাম পুরসভা শহরে রেল স্টেশনের কাছে পর্যটকদের সাহায্য করার পর্যটন অনুসন্ধান কেন্দ্র করেছিল।কিন্তু অভিযোগ কিছুদিন খোলা থাকার পর সেটি বন্ধ হয়ে যায়।বিগত বছর গুলিতে পর্যটন অনুসন্ধান কেন্দ্রটি আগাছাতে পুরো মুখ ঢেকে ছিল।ধূলিধূসরিত অবস্থায় পড়ে ছিল সেটি।ঝাড়গ্রাম পুরসভার দায়িত্ব নেওয়ার পর প্রশাসক সুবর্ন রায় পর্যটন কেন্দ্রটিকে ঝাঁ চকচকে চেহারায় ফিরিয়ে আনা হয়।ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের গুরুত্বপূর্ন,অসাধারণ সুন্দর সব পর্যটন স্থল গুলি সম্পর্কে তথ্য সম্বলিত পুস্তিকা থাকবে এই কেন্দ্রে।এছাড়াও জায়গা গুলিতে কিভাবে যেতে হবে সেই সম্পর্কেও গাইড বই থাকচ্ছে কেন্দ্রটিতে।পর্যটকরা এই কেন্দ্রটি থেকে বেড়ানোর জায়গা গুলি সম্পর্কে আগের থেকে জেনে স্থির করতে পারবেন কোথায় কবে যাবেন।উল্লেখ্য ঝাড়্গ্রাম জেলার বেলপাহাড়ি, জামবনি,গোপীবল্লভপুর,সহ জেলার বিভিন্ন ব্লকে ছড়িয়ে ছিটিয়ে আছে না না পর্যটন স্থল।রাজ্য পর্যটন দফতর ঝাড়গ্রাম শহর সহ বিভিন্ন ব্লক গুলিকে নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে।তার উপর এবার পর্যটকরা হাতের কাছে পেয়ে যাবেন ঝাড়গ্রাম পর্যটনের নানা খুঁটিনাটি বিষয়।ট্রেন থেকে নেমেই তথ্য সহায়তা মিলবে।পুরসভা সূত্রে জানা গিয়েছে এই অনুসন্ধান কেন্দ্রটিতে থাকছে ঝাড়গ্রামের পর্যটন বিষয়ক পুস্তিকা,একটি বিশাল ফ্লেক্সে থাকবে বিভিন্ন হোটেলের নম্বর,পর্যটন সংস্থার নম্বর,ট্রেন,বাসের সময় সুচি,বিভিন্ন থানার নম্বর সহ নানা তথ্য।এই বিষয়ে ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক,ঝাড়গ্রামের মহকুমাশাসক সুবর্ণ রায় বলেন বর্তমানে ঝাড়গ্রামে প্রচুর পর্যটক আসেন।তারা যাতে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারেন,কোন সমস্যার মধ্যে যাতে না পড়েন তাই তাদের সাহায্যের জন্য পর্যটন অনুসন্ধান কেন্দ্রটি রিভাইব করা হচ্ছে।পাশাপাশি বিভিন্ন স্ব সহায়ক দলের হাতের তৈরি জিনিস পত্র প্রদর্শিত হবে।
আরও পড়ুন: শীতে বড়িতে ব্যস্ত মহিলারা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584