পুলিশের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন

0
49

মনিরুল হক, কোচবিহারঃ

The initiative of the police is to inaugurate the health camp
উদ্বোধন।নিজস্ব চিত্র

গ্রামীণ এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হল দিনহাটা মহকুমা পুলিশ প্রশাসন।সোমবার দিনহাটা ১ নং ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের অধীনে বোরোডাঙ্গা এলাকায় দিনহাটা থানার উদ্যোগে সচেতনতা শিবিরের পাশপাশি এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের শুভ উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা। এদিনের এই সচেতনতা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জী খান্দয়াল, দিনহাটার মহকুমা শাসক পীযুষ গোস্বামী, দিনহাটা ১নং ব্লকের বিডিও সৌভিক চন্দ, জেলা পরিষদের সদস্য নুর আলম হোসেন, দিনহাটা ১নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরী সহ আরও অনেকে।

আরও পড়ুন: তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস ছেড়ে দেওয়ার শপথ অধীরের

The initiative of the police is to inaugurate the health camp
নিজস্ব চিত্র

এদিনের এই সচেতনতা শিবিরে বিষয় ড্রাগ অপব্যবহার, নাবালিকা বিবাহ বন্ধ করা সহ একাধিক সচেতনতা মূলক বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশপাশি সেখানে শিলিগুড়ি লায়ন্স ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং দিনহাটা মহকুমা হাসপাতালের সহযোগিতায় সেখানে সুগার পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। পাশপাশি এদিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে ওই এলাকার ৫২টি পরিবারের হাতে দুটি করে শীতবস্ত্র হিসেবে কম্বল এবং একটি করে মশারি প্রদান করা হয়।

The initiative of the police is to inaugurate the health camp
নিজস্ব চিত্র

শুধু গ্রামীণ এলাকার বাসিন্দাদের সাহায্য করাই নয় ওই এলাকার বোরোডাঙ্গার জে আর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষা সরঞ্জাম তুলে দেওয়া হয় বলে জানা গেছে। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে কোচবিহারের জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা এধরণের অনুষ্ঠানের গুরুত্বের কথা তুলে ধরেন। এদিন ওই এলাকায় এরকম এই অনুষ্ঠানকে ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ করা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here