বিরোধী সদস্য না থাকায় শাসক দলের দখলে জেলা পরিষদের অধ্যক্ষ পদ

0
94

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ruling party occupied the chairman post of jila parishad
নিজস্ব চিত্র

আজ পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদ এর নব নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং দলনেতা নির্বাচন অনুষ্ঠিত হয়।

ruling party occupied the chairman post of jila parishad 4
সাংসদ মানস ভুঁইয়া। নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানটি হয় শহীদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে।জেলা পরিষদ এর মোট সদস্য সংখ্যা ৫৫ ,তার মধ্যে একজন দুর্ঘটনায় মারা যান। ফলে সদস্য সংখ্যা ৫৪ জনের মধ্যে থেকে তিনজনকে নির্বাচিত করা হয়।এই তিনটি পদ‌ই বিরোধী দলের প্রাপ্য।

ruling party occupied the chairman post of jila parishad 3
নিজস্ব চিত্র

যেহেতু নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে কোনো বিরোধী রাজনৈতিক দলের সদস্য নেই তাই তিনটি পদ‌ই শাসক দলের দখলে যায়।যে তিনজনকে আজকে নির্বাচিত করা হয় তারা গত জেলা পরিষদ এ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কর্মাধ্যক্ষ এর পদ সামলেছেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তাদেরক পুরনো পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।এই তিনজন দলের গোষ্ঠী রাজনীতির শিকার হন।সমালোচকদের মতে এই তিনজন যাতে দলে বিদ্রোহ না করতে পারে তাই মুখ বন্ধ করতে এবং বিরোধী দলে যাতে না যেতে পারে তার জন্য এই তিনজনকে গুরুত্বহীন (খাতা কলমে গুরুত্বপূর্ণ) তিনটি পদ দেওয়া হয়,যাতে নিজেদের মনের মধ্যে বিরোধী মনোভাব পোষণ না করে।এই তিনজন হলেন প্রাক্তন বন কর্মাধ্যক্ষ হামিদ কাজিকে দলনেতা,প্রাক্তন নারী ও শিশু বিষয়ক কর্মাধ্যক্ষ কাবেরী চ্যাটার্জি কে উপাধ্যক্ষ এবং প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ তপন দত্তকে অধ্যক্ষ পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে স্মৃতির সভার পাল্টা সভা করবে তৃণমূল

আজকের সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) সৌরভ মন্ডল, সচিব মহম্মদ ইজার,রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া,জেলা পরিষদ এর সভাধিপতি উত্তরা সিং হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি,বিধায়ক দীনেন রায়,কর্মাধ্যক্ষগন,পঞ্চায়েত সমিতির সভাপতিগন সহ অন্যান্য আধিকারিকবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here