সুদীপ পাল,বর্ধমানঃ
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত রুপকলা কেন্দ্র ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের যৌথ উদ্যোগে ১৪ তম আন্তর্জাতিক সমাজ সংযোগ চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল ছবি ‘ইনসাইডার’।ইনসাইডার -এ শিশু চরিত্রে অভিনয় করে দক্ষতার ছাপ রেখেছে বর্ধমান টাউন স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র শিবাংশু বিশ্বাস ৷
ছবিটি এর আগে অন্ধ্রপ্রদেশের কুরনূল ফিল্ম ফেস্টিভ্যালে এ্যাওয়ার্ড পেয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলী সভাগৃহে বুধবার এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিমাই চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও রিসোর্স পার্সন ঋতব্রত ভট্টাচার্য, অরোরা ফিল্মস এর কর্ণধার অঞ্জন বাসু।
আরও পড়ুনঃ পূর্ব বর্ধমানের কাঞ্চন উৎসবে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরি করা বেশ কয়েকটি ছবি ও তথ্যচিত্র প্রদর্শিত হয় এই উৎসবে ৷ শুভজিৎ ঘোষ এর ছবি ‘সাউন্ড অফ সাইলেন্স’ বিশেষ প্রশংসা পেয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584