আলিপুরদুয়ার কঙ্কাল কান্ডের তদন্তের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

0
55

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

the Investigation of Skeleton
নিজস্ব চিত্র

কঙ্কাল কান্ডের তদন্ত দাবি করে আলিপুরদুয়ার জংশন পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ করলেন আলিপুরদুয়ারের বেশ কিছু নাগরিক। একই সঙ্গে এই ঘটনার জন্য আলিপুরদুয়ার জংশন পুলিশ ফাঁড়ির ওসির অপসারনও দাবি করেছেন নাগরিকরা।আলাদাভাবে গনজাগরন মঞ্চ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এদিন আলিপুরদুয়ার থানা ও আলিপুরদুয়ার জংশন পুলিশ ফাঁড়িতে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

the Investigation of Skeleton
আন্দোলনকারী । নিজস্ব চিত্র

উল্লেখ্য শুক্রবার দুপুরে আলিপুরদুয়ার শ্যামাপ্রসাদ কলোনির পরিত্যক্ত ৯৬/বি নম্বর কোয়ার্টারের পেছনের চৌবাচ্চা থেকে মানুষের কংকাল উদ্ধার হয়েছে।স্থানীয় কিছু শিশুরা খেলা করার সময় গাছে চড়ে তখন ঢাকনা বিহীন চৌবাচ্চায় নর কংকাল দেখতে পায় তারা।পরে অন্যদের খবর দিলে ঘটনা চাউর হয়।পুলিশকে খবর দেওয়া হলে আলিপুরদুয়ার জংশন পুলিশ ফাঁরি থেকে পুলিশ গিয়ে কংকাল উদ্ধার করে নিয়ে আসে।

আরও পড়ুনঃ কঙ্কাল কান্ডে গ্রেফতার প্রতিবেশী,অবৈধ সম্পর্কের ইঙ্গিত

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।আলিপুরদুয়ারের নাগরিক সুনির্মল নিয়োগি বলেন,
“ আলিপুরদুয়ার জংশনে একাধিক পরিত্যক্ত কোয়ার্টার রয়েছে।সেগুলো বিভিন্ন অপরাধমুলক কাজের আখরায় পরিনত হয়েছে।শুক্রবার এমনই একটি কোয়ার্টারের পাকা চৌবাচ্চা থেকে কঙ্কাল উদ্ধার হল।এই কঙ্কাল কার,কোথা থেকে এসেছে তা পুলিশকে খুজে বের করতে হবে।এই ঘটনার পর থেকে এলাকার মানুষেরা আতঙ্কিত। আমরা চাই এই ঘটনার সি বি আই বা সি আউ ডি র মতো তদন্তকারী সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত করানো হক।দাবি পুরন না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here