সুকদেব ঘোষ, নদিয়াঃ
আগামী ২ জানুয়ারি নদিয়া জেলা যাদব সভা সম্মেলনকে সামনে রেখে আজ কৃষ্ণগঞ্জ ব্লক যাদব সম্মেলন অনুষ্ঠিত হল খালবোয়ালিয়া মোড়ে। সুশান্ত ঘোষ নামাঙ্কিত মঞ্চে এই সম্মেলনের অনুষ্ঠান হয়। এ দিন সম্মেলনে যাদব সমাজের বিভিন্ন দাবি-দাওয়া পূরণে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়। দাবিগুলি হলঃ
• সেনাবাহিনীতে যাদব রেজিমেন্ট গঠন
• রাজ্যে ওবিসিদের ২৭% সংরক্ষণ চালু।
• মিড ডে মিলে দুধ সরবরাহ।
• দুধ ও দুগ্ধজাত জিনিসের নায্য দাম।
• গবাদি পশু কেনার জন্য ভর্তুকিযুক্ত ব্যাংকলোন।
• দুগ্ধ শিল্পে যুক্ত মানুষকে অসংগঠিত শিল্প শ্রমিকের মর্যদা প্রদান।
• নদীয়া জেলায় ডেয়ারি বিশ্ববিদ্যালয় নির্মাণ।
আরও পড়ুনঃ দিনহাটায় কৃষিমেলার শুভ উদ্বোধন
এ দিন সম্মেলনের উদ্বোধন করেন জেলা যাদব সভার সম্পাদক রাজকুমার ঘোষ। তিনি জানান, সারা দেশে সর্ববৃহত্তম এবং পশ্চিমবঙ্গে দ্বিতীয় বৃহত্তম জনজাতি যাদব সম্প্রদায়। বর্তমানের অস্থির পরিবেশে প্রশাসনের সহযোগিতা নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সচেষ্ট হওয়াই আমাদের লক্ষ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584