নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই তালিকায় জগদ্ধাত্রী পুজোও পড়ে। একদিকে যেমন সমস্ত পার্বণে আনন্দে আত্মহারা হয়ে থাকে বাঙালিরা, জগদ্ধাত্রী পূজোতেও তার কিছু খামতি থাকে না।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের শ্রীকৃষ্ণপুর সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে এ বছর জগদ্ধাত্রী পুজো ১৮ বছরে পা দিল। সোমবার ছিল এই পুজোর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। মূলত গ্রাম অঞ্চলের সমস্ত অধিবাসীদের মেলবন্ধন এই পুজোর মূল লক্ষ্য।
আরও পড়ুনঃ অসম-বাংলা সীমান্তের কালিপুজোর মেলা ঘিরে উৎসাহ দর্শনার্থীদের
বিভিন্ন নামিদামি আলোকসজ্জার মাধ্যমে সজ্জিত হয়েছে গোটা মন্ডপ। তবে এই পুজো কমিটির এক কর্মকর্তা জানান, এই পুজোর কয়েকদিন সবার মনোরঞ্জনের জন্য চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ দিন এই জগদ্ধাত্রী মন্ডপের শুভ উদ্বোধন করেন কোলাঘাট ব্লক তৃণমূল সভাপতি সেলিম আলী, পঞ্চায়েত সদস্য কৃষ্ণা সামন্ত রায়-সহ একাধিক সমাজসেবী। তবে এই পুজোকে ঘিরে আনন্দে আত্মহারা হয়েছে এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584