সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
পুলিশ ক্যাম্প থেকে ঢিল ছোঁড়া দূরত্বে জুয়েলার্সের দোকানে বড়সড় চুরির ঘটনা ঘটল।ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার শংকরপুর হাটে।সোমবার সকালে দোকান খুলতে এসে চক্ষু চড়কগাছ অবস্থা দোকান মালিক সুজাউদ্দিন খানের। তিনতলা বিশিষ্ট বাড়ির একেবারে নিচের তলায় ছিল তার সোনার গয়নার দোকান I দোকানের শাটার ভাঙ্গা অবস্থায় তিনি প্রথম দেখতে পান।
এরপর ভিতরে ঢুকে দেখেন,কলাপসিবল গেট থেকে শুরু করে প্রায় ত্রিশটি তালা ভেঙ্গে চোরের দল ভিতরে ঢুকে লোহার সিন্দুক পর্যন্ত ভেঙে লুট করে নিয়ে গিয়েছে দোকানের মধ্যে থাকা সোনা ও রুপোর গয়না।প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের গয়না ও বন্ধকী সামগ্রী চুরি গিয়েছে বলে অনুমান।
আরও পড়ুনঃ বিদ্যুৎ চুরির অভিযোগ কৃষি উন্নয়ন সমবায় সমিতির বিরুদ্ধে
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে খোদ পুলিশ ক্যাম্পের পাশে কিভাবে এই ধরনের বড়োসড়ো চুরির ঘটনা ঘটলো।প্রতিদিন রাতে ওখানে সিভিক ভলেন্টিয়াররা নৈশ প্রহরা দেয়।তা সত্ত্বেও এতগুলো তালা ভেঙে ঢুকে সব কিছু চুরি করে নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ শংকরপুর হাটের অন্য ব্যবসায়ীরা।ইতি মধ্যেই বিষয়টি বারুইপুর থানাকে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584