পূর্বস্থলীতে জনসংযোগ যাত্রা

0
62

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

the jonas yog yatra in purbasthali
জন সংযোগ যাত্রা।নিজস্ব চিত্র

শনিবার পূর্বস্থলী ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসংযোগ যাত্রার সূচনা করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল শ্রীরামপুর থেকে বেরিয়ে স্থানীয় বিভিন্ন গ্রাম পরিক্রমা করে মিছিলটি।

উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক তৃণমূল কংগ্রেসের কার্যনির্বাহী ব্লক সভাপতি পরিমল দেবনাথ ব্লক সভাপতির নবকুমার কর সহ একাধিক নেতা নেত্রী।

আরও পড়ুনঃ যুব তৃণমূল কংগ্রেসের জনসংযোগ যাত্রা কালচিনিতে

জনসংযোগ যাত্রার সূচনা করে স্বপন বাবু বলেন, পূর্বস্থলী থেকে শুরু হলো এই জনসংযোগ যাত্রা পূর্ব বর্ধমান জেলা জুড়ে এই জনসংযোগ যাত্রা অনুষ্ঠিত হবে বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামে গ্রামে।

এর প্রধান উদ্দেশ্য সরকারি প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বলা হবে গ্রামের মানুষের কাছে সেই সাথে যারা এখনও নানাবিধ সমস্যায় রয়েছেন তাদের কেউ আমাদের তরফ থেকে জনসংযোগের মধ্যে দিয়ে আমরা কাছে টানার চেষ্টা করব।

অর্থাৎ,আমাদের যদি কোনরকম ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো শুধরে নিয়ে আমাদের কর্মীসমর্থকরা জনসংযোগ আরো বাড়াবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা সরকারের উন্নয়নমুখী প্রকল্পের কথা প্রচারের পাশাপাশি জনসংযোগ আরো বেশি বাড়ানো হয় তার দিকে নজর রেখেই এই মিছিলটি করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here