শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে গত ১৭ তারিখ থেকেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কলকাতাগামী সকালের ট্রেন ও বিকালের ট্রেনেই মূলত দলীয় কর্মী সমর্থকরা যাচ্ছেন।
কলকাতা যাওয়া তৃণমূল কর্মী-সমর্থকদের সংখ্যা কিছুটা কম থাকলেও আজ থেকে সেই সংখ্যা অনেকটাই বেড়েছে।
এদিকে দলীয় কর্মী সমর্থকদের কলকাতা যাওয়ার পথে হেঁটে কোন রকম অসুবিধা না হয় তাই বালুরঘাট স্টেশনের সামনে ক্যাম্প খাটিয়ে তৃণমূল কর্মীদের দেওয়া হচ্ছে জলের বোতল চিড়া গুড় ও প্রয়োজনীয় ওষুধপত্র। খেয়াল রাখা হচ্ছে কলকাতা যাওয়ার পথে দলীয় কর্মীদের কারোও যাতে কোন রকম সমস্যা না হয়।
জেলা সভাপতি অর্পিতা ঘোষের নির্দেশেই এবারে কলকাতাগামী দলীয় কর্মী সমর্থকদের এসব প্রদান করা হচ্ছে। সকাল ও বিকেলে ট্রেনে যাওয়ার আগে জেলা নেতৃত্বরা পৌঁছে যাচ্ছেন বালুরঘাট স্টেশনে।
আরও পড়ুনঃ ২১ জুলাই প্রস্তুতিতে আইএনটিটিইউসি এর মহামিছিল খড়্গপুরে
এদিন বিকেলে গৌড় লিংক ট্রেনে প্রায় ৫০০ বেশি তৃণমূল কর্মী সমর্থক কলকাতা উদ্দেশ্যে রওনা দেয় বলে জেলা নেতৃত্বরা জানিয়েছে।তৃণমূল নেতা প্রবীর রায় বালুরঘাট শহর কমিটির সভাপতি সুভাষ চাকি দেবাশিস মজুমদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584