নবদ্বীপে কৃষক মজুরদের অধিকার যাত্রা

0
99

শ্যামল রায়,কালনাঃ

মঙ্গলবার সি পি আই(এম এল) লিবারেশনের ডাকে কেন্দ্র ও রাজ্য সরকারের ধোঁকাবাজি বিরুদ্ধে কৃষক ও গ্রামীণ মজুর অধিকার যাত্রা এসে পৌছালো নবদ্বীপের সমুদ্রগড়ে।
এই যাত্রা শুরু হয় নদীয়া ধুবুলিয়ায়।

The journey of farmers' rights to Nabavipo
নিজস্ব চিত্র

আরও পড়ুন: পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী,বিক্ষোভে ফাঁড়ি ঘেরাও

মঙ্গলবার কিশনগর হয়ে নবদ্বীপ সমুদ্রগড় কালনায় এসে পৌছায় এই যাত্রা।
অধিকার যাত্রায় বিভিন্ন ট্যাবলো সহ রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এই অধিকার যাত্রার মাধ্যমে কৃষক ও গ্রামীণ মজুরদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। ধর্মের নামে সাম্প্রদায়িক বিভাজন নয় কৃষক ও গ্রামীণ নারীদের সামাজিক সুরক্ষা চাই, দুর্নীতি দলবাজি সন্ত্রাস বন্ধ করে গণতন্ত্রের কণ্ঠরোধ করা চলবে না, ধান আলু সবজি সহ ফসলের উৎপাদন খরচ দ্বিগুণ দাম চাই , কৃষকদের ঋণ মুক্তি চাই, লিজ চুক্তি চাষীদের সরকারি নথিভূক্ত করে কৃষি ঋণ ও সরকারি সমস্ত সহায়তা দিতে হবে, এই রাজ্যের ন্যূনতম মজুরি আইন কার্যকারী কর এন আর ই জি এ তে ৬০০টাকা মজুরি ও২০০টাকার কাজ দিতে হবে- প্রভৃতি দাবি ওঠে এই কর্মসূচি থেকে।

এছাড়াও নেতারা বক্তব্য রাখতে গিয়ে দাবি তোলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমস্ত গ্রামীণ মানুষের মাথার উপর ছাদ সহ বাস্তু জমি দিতে হবে, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার পাশাপাশি শেচ ব্যবস্থা সহ কৃষির বিকাশে সরকারি অর্থ বরাদ্দ বাড়াতে হবে। এছাড়াও জেলা নেতারা দাবি তোলেন যে এই রাজ্যে আসা মিড ডে মিল অঙ্গনারী সর্বক্ষেত্রের মেহনতের ১৮ হাজার টাকা মাসিক বেতন ও ৬০০০টাকা পেনশন দিতে হবে, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা ও সংস্কৃতির বিকাশ নিশ্চিত করতে হবে, সমস্ত খাস জমি ভূমিহীনদের মধ্যে বন্টন করতে হবে এবং সংরক্ষণ ব্যবস্থা করতে হবে।জানা গেছে এই অধিকার যাত্রা আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত চলবে। পূর্ব বর্ধমান সহ বৈদ্যপুর বৈঁচি পান্ডুয়া হয়ে চুঁচুড়ায় শেষ হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here