নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানে কালচিনি গ্ৰামপঞ্চায়েতে প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল আপনার পঞ্চায়েতে প্রশাসন কর্মসূচি।মূলত গ্ৰামের মানুষজন যারা বিভিন্ন দরকারে ব্লক আধিকারিক অফিস অথবা জেলা অফিসে যেতে পারেনা তারা যাতে নিজের গ্ৰামে সরকারি সুযোগ সুবিধা পায় তার জন্য মূলতঃ আপনার পঞ্চায়েতে প্রশাসন কর্মসূচি চলছে আলিপুরদুয়ার জেলা জুড়ে আজকে ব্লকের বিভিন্ন দফতর ও ব্লক আধিকারিকগণ উপস্থিত ছিলেন। এলাকার মানুষ জন তাদের বিভিন্ন সমস্যা অভাব অভিযোগ তুলে ধরে।আজকে অনুষ্ঠানে কালচিনি বিডিও ভূষণ শেরপা উপস্থিত ছিলেন।তিনি নিজে জণগণের অভাব অভিযোগ শুনেন এবং তা সমাধানে সচেষ্ট হন । এছাড়া অনুষ্ঠানে জেলাপরিষদ সদস্য গণেশ মাহালি, কালচিনি বিধায়ক উইলশন চম্প্রামারি ও ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। কালচিনি বিডিও ভূষণ শেরপা জানান,যে আমাদের মুখ্যমন্ত্রী উদ্দেশ্য যাতে প্রশাসনের কাছে জণগণকে ছুটে যেতে না হয় প্রশাসন জণগণের কাছে আসে তাদের অভাব অভিযোগ শুনতে।এমন বহু লোক আছে যারা ব্লক অফিসে যেতে পারেনা তাই সব দফতর আজ এসেছে জণগণের কাছে।
আরও পড়ুনঃ ডাম্পারের ধাক্কায় মৃত দুই ভ্যান যাত্রী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584