ঐতিহ্য মেনে কুমারগঞ্জ মুখার্জি পরিবারে কোজাগরী পুর্নিমায় করে কালি আরাধনা

0
54

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ

রাত পোহালেই যখন সারা রাজ্যের মানুষ কোজাগরী লক্ষ্মী পুজোয় মেতে উঠবেন। ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের উদয়গ্রাম পঞ্চায়েতের ভট্টাচার্য পাড়ার মুখার্জি পরিবার সহ গোটা এলাকা মেতে উঠবেন সিদ্ধি কালি মায়ের পুজোয়।

নিজস্ব চিত্র

জানা গেছে, আজ থেকে সাড়ে তিনশো বছর আগে বাংলায় যখন বর্গী আক্রমণ ঘটে তখন বর্ধমান জেলার সিঙ্গি গ্রাম থেকে মুখার্জিদের বংশের একটি ধারা দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের এই এলাকায় এসে বসবাস শুরু করেন।

সেই সময় মুখার্জিদের বংশের উপাস্য দেবী সিদ্ধি কালি স্বপ্নাদেশে এই এলাকাতেও পুজো শুরুর আদেশ করেন। সেই থেকেই মুখার্জিরা কোজাগরী লক্ষ্মী পুর্নিমায় দেবীর পুজো করে আসছেন।

নিজস্ব চিত্র

জানা গেছে বর্ধমান জেলার সিঙ্গি গ্রামেও একই নিয়মে মুখার্জিদের অন্য শরিকরা মা সিদ্ধি কালির পুজো করেন। মুখার্জিদের বর্তমান বংশধর গোবিন্দ মুখার্জি জানান পঞ্চমুন্ডির আসনে অধিষ্ঠাত্রী এই দেবী সম্পুর্ন তান্ত্রিক মতে পূজিতা হন। তাই এখানে পশু বলিরও প্রচলন আছে।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লক্ষ্মী পুজোয় পকেটে টান

তিনি আরও বলেন আমাদের বংশের নিয়ম অনুযায়ী দেবীকে এই বংশের মানুষ ছাড়া অন্যকেও পুজো করতে পারবেন না। দেবীকে অন্ন ভোগ,মাছ,মাংস ভোগ দেওয়া হয়।

এছাড়াও দেবীর উদ্দেশ্যে প্রদত্ত বলির মাংসের রান্না করা পদও দেবীকে ভোগ হিসেবে দেওয়া হয়। দেবীর কাছে কোনো কিছু মানস করলে দেবী তা পূরণ করেন বলে জানা গেছে।

তাই দুরদুরান্ত থেকে মানুষ আসেন দেবীর কাছে এসে নিয়ে। দেবী কাউকেই খালি হাতে ফেরান না বলেই গোবিন্দ মুখার্জি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here