রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

চারশো বছরের পুরনো মন্দির নতুন রুপে সাজিয়ে মহাযজ্ঞ হলো মুর্শিদাবাদের বড়ঞায়।চারশো বছরের প্রাচীন মন্দিরে এলাকাবাসীদের মঙ্গল কামনায় মহাযজ্ঞ সম্পূর্ণহলো, মুর্শিদাবাদের বড়ঞার ফতেপুর ভৈরবী মায়ের মন্দিরে।



হলদিয়া -ফারাক্কা রাজ্য সড়কের উপর অবস্থিত এই মন্দির।আজ থেকে প্রায় চারশো বছর আগে ফতেপুরের রাজা ফতেসিং এর আমলে তৈরি হয়েছিল এই মন্দির। জানা যায় তখন প্রাচীন নিয়ম অনুসারে এই মন্দিরের মায়ের বেদি তে প্রত্যেক দিন পূজা হতো।প্রত্যেক পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে এই এলাকার ও বিশেষ করে মন্দিরের পাশ দিয়ে চলে যাওয়া বাদশাহী সড়কের (হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক) দূর্ঘটনা মুক্ত রাখতে এই মায়ের পূজা হতো।
আরও পড়ুনঃ রক্ষাকালী পুজো উপলক্ষে মিলে গেল দুই বাংলা


কিন্তু রাজা আমলের পতন হওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় এই পূজা। কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে মন্দির বিভিন্ন ভাবে লাঞ্ছিত ও বঞ্চিত হয়ে ছিলো। এলাকার মানুষ এই মন্দির নতুন রুপে সংস্কার করে মা কে তুষ্ট করতে চেষ্টা করে।
তারপর এই মন্দিরের ১৩ জনের একটি কমিটি গঠন করে মন্দির নবরুপে সংস্কার করা হয়। তারপর চলে সেই চারশো বছরের প্রথা ও একি রীতি মেনে চলে ভক্তি ও নিষ্ঠা মা কে সন্তষ্ট করার প্রক্রিয়া।
অবশেষে অনেক বাধা পেরিয়ে রবিবার পূর্ণিমা তিথিতে এই মন্দিরে আয়োজন করা হয় প্রাচীন কালের নিয়মেই এক মঙ্গল যজ্ঞের।কোলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে আসা সাধু পন্ডিতদের কে এনে চলে সারা রাত ব্যাপি চলে এই মহাযজ্ঞ।মন্দির প্রাঙ্গনে প্রচুর মানুষের ভিড় এদিন লক্ষ্য করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584