রক্ষাকালী পুজো ঘিরে উদ্দীপনা কাটোয়ায়

0
346

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

the kali puja of katwa
ঘোড়ানাশ গ্রামের পুজো।নিজস্ব চিত্র

প্রতিবছরের ন্যায় এবারও চৈত্রমাসের শেষ মঙ্গলবার রাত্রিতে কাটোয়ার ঘোড়ানাশ গ্রামে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হচ্ছে।গ্রামের মানুষের মঙ্গলার্থে এই রক্ষাকালী পুজো হয়।প্রতিমায় পুজো হয়।এখানে মায়ের মন্দির এখনও তৈরি হয়নি।

সারাদিন গ্রামের মহিলারা উপবাস করে রাত্রিতে দণ্ডী খাটে সংসারের মঙ্গলের জন্য।রাত্রিতে পুজো শেষ হওয়ার পর প্রতিমা বিসর্জন দেওয়ার রীতি।পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামের চড়কতলার সবুজ সংঘের পুজো কমিটি এই পুজো ২৬ বছর ধরে করে আসছে।পুজোকমিটির অন্যতম সদস্য অরুণ চন্দ্র বলেন,সারাবছরই আমরা বিভিন্ন পুজো করি।দুর্গাপুজো, সরস্বতীপূজা, শিবপুজো,হরিনাম সংকীর্তন, শনিপুজো সহ বিভিন্ন পুজো গ্রামবাসীদের সহযোগিতায় হয়।

আরও পড়ুনঃ খণ্ডঘোষ গ্রামের ঐতিহ্যবাহী রক্ষাকালী পূজা

the kali puja of katwa
দেয়াসীন গ্রামের পুজো।নিজস্ব চিত্র

পাশাপাশি দেয়াসীন গ্রামেও পুজো ঘিরে উদ্দীপনা দেখা গেল।পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দেয়াসীন গ্রামের কুমোরপাড়ার প্রগতি সংঘের পুজো কমিটি এই পুজো ৪০ বছর ধরে করে আসছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here