নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বারবিশা বিবেকানন্দ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ কালীপুজো ও মেলার প্রস্তুতি তুঙ্গে। সুবর্ণ জয়ন্তী বর্ষের কালীপুজো ও মেলায় বিশেষ চমক দিতে প্রস্তুতি নিচ্ছে অসম-বাংলা সীমানার বারবিশা বিবেকানন্দ ক্লাব।
৩২ ফুট উঁচু কালী প্রতিমা ছাড়াও ১৩ দিন ব্যাপী মেলা, মুক্ত মঞ্চের বিভিন্ন লোক সাংস্কৃতিক অনুষ্ঠান, সার্কাস এবারের মূল আকর্ষণ। ডুয়ার্সের ঐতিহ্যবাহী মেলাগুলির মধ্যে অন্যতম বারবিশা বিবেকানন্দ ক্লাবের কালীপুজোর মেলা। আলিপুরদুয়ার, কোচবিহার জেলা ছাড়াও অসমের বহু মানুষ মেলার আনন্দ উপভোগ করতে আসেন।
বারবিশা বিবেকানন্দ ক্লাবের সাধারণ সম্পাদক শংকরকুমার ঘোষ জানান, “সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগিতায় আমরা এই পুজো ও মেলা করে থাকি। মানুষের চাহিদাকে মাথায় রেখেই তাদের আনন্দ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবারও।
আরও পড়ুনঃ কর্নাটক সরকারের অভিনব উদ্যোগে পরিত্যক্ত বাস রূপান্তরিত ক্রেশে
হারিয়ে যাওয়া লোকসংস্কৃতিকে তুলে ধরতে মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ৩২ ফুট উঁচু কালী মূর্তি, ভারত বিখ্যাত অজন্তা সার্কাস, রকমারি দোকানপাট মেলার মূল আকর্ষণ।
এছাড়াও রক্তদান শিবির-সহ অন্যান্য বিভিন্ন সামাজিক কর্মসূচি রয়েছে।” বারবিশা চৌপথী লাগোয়া স্থানীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে ওই মেলা। কালীপুজো ও ১৩ দিন ব্যাপী মেলাকে ঘিয়ে সাজোসাজো রব বারবিশায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584