তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
গত ২৫শে জানুয়ারী থেকে ২৯শে জানুয়ারী পাঁচ দিন ব্যাপী যাত্রীক নাট্য গোষ্ঠীর উদ্যোগে যাত্রীক নাট্য উৎসব আজ শেষ হল।
নাট্য উৎসবের সূচনা পর্বেই অনুষ্ঠিত হয় এক নাট্য সেমিনার। সেমিনারের মূল বক্তা ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা নাট্য নির্দেশক গৌতম হালদার।তারপর প্রশ্ন উত্তরের পালায় নাটক সম্পর্কীয় অনেক অজানা তথ্যে সমৃদ্ধ হয় নাটকের সাথে যুক্ত নাট্য কর্মীরাও।
আরও পড়ুন: ভাগ্নি এখন মুখ্যমন্ত্রী, আগমন ঘিরে সাজো সাজো কুসুম্বা গ্রাম
যাত্রীক নাট্য উৎসবের উদ্বোধনী নাটক নযে নাটুয়ার কলকাতা দলের নাটক গৌতম হালদার নির্দেশিত ও অভিনীত নাটক “বড়দা”।বড়দা নাটকে বড়দার চরিত্রে গৌতম হালদারের অভিনয় নাট্যমোদি দর্শকদের হৃদয় জয় করতে পেরেছে নিঃসন্দেহে বলা যায়।একইদিনে পরবর্তী নাটক মঞ্চস্থ করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট নাট্য সংস্থা প্রযোজিত নাটক “সকুনির পাশা”।নাট্য উৎসবের দ্বিতীয় দিন জঙ্গী পুরের সৌমিত্র বসুর নাটক তরুণ চৌবের নির্দেশনায় “মেজাজ” এবং সঞ্জয় চট্টোপাধ্যাযের নাটক, মিন্টু দত্তের নির্দেশনায় “সামনে সমুদ্দুর” মঞ্চস্থ হয়।নাট্য উৎসবের তৃতীয় দিনে দমদম কলকাতার নির্বাক অভিনয় অ্যাকাডেমির সুরঞ্জনা দাশগুপ্ত রচিত,অভিনীত ও নির্দেশিত নাটক ‘হুইল চেয়ার’ দর্শকদের তেমনভাবে মন ভরাতে পারেনি।
যাত্রীক নাট্য উৎসবের ৪তুর্থ দিন প্রান্তিক বহরমপুর কর্তৃক সুমিত্র বন্দ্যোপাধ্যায়ের নাটক, নির্দেশনায় প্রিয়ন্কু শেখর দাসের “গওহর জান”নাটকটি নাটক পিপাসুদের মনে জায়গা করে নিতে পেরেছে।’গওহর জান’ নাটকটি এক কথায় এই নাট্য উৎসবের শ্রেষ্ঠ নাটক বলা যায়। নাট্য উৎসবের শেষ দিন মঙ্গলবার আনন্দন ঝাড়গ্রাম প্রযোজিত দুটি নাটক ,সঞ্জীব সরকারের ,নির্দেশনায় “কাঁচাঘর”এবং রায়গঞ্জের রাইনার জয়ন্ত চ্যাটার্জির নির্দেশনায় “বাজী” মঞ্চস্থ হয়।প্রতিদিন কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতন ছিল নাট্য পিপাসুদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584