The Kashmir Files: মুক্তি পেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ট্রেলার, উঠে আসবে কাশ্মীরি পণ্ডিতদের কাহিনী

0
156

নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ

প্রকাশ্যে এল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ট্রেলার। আগামী ১১ মার্চ প্রেক্ষাগৃহে আসতে চলেছে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি। এই ছবিতে তুলে ধরা হবে নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগ এবং তাদের ওপর অত্যাচারের কথা। এক অভিশপ্ত রাত, মসজিদের লাউড স্পিকারে ঘোষণা করা হল, “হয় কাশ্মীরি পণ্ডিতরা রাজ্য ছাড়ো, নয়তো ইসলাম ধর্মে দীক্ষিত হও। আর এই দুটির কোনোটাই যদি না করো তবে বেছে বেছে প্রত্যেক কাশ্মীর পণ্ডিত পরিবারের পুরুষ সদস্যদের প্রাণে মেরে ফেলা হবে…।” তারপর নৃশংস হত্যালীলার সাক্ষী হয়েছিল গোটা দেশ। সেদৃশ্যই পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।

The Kashmir Files

ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, পুনীত ইসার-সহ আরও অনেক অভিনেতারা। পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানিয়েছেন, ছবিটি নিয়ে ভাবনার আগে এ বিষয়ে যথেষ্ট রিসার্চ করতে হয়েছে। দেখা করেছেন সেখানকার বিভিন্ন মানুষের সঙ্গে। প্রায় ৭০০ -রও বেশি অভিজ্ঞতার কাহিনী শুনে এই ছবি তৈরি করেছেন তিনি। ছবিতে দেখানো হবে পণ্ডিতদের কীভাবে কাশ্মীরি উপত্যকা থেকে উৎখাত করা হয়, প্রাণ বাঁচাতে কাশ্মীর ছাড়তে হয়েছিল লক্ষাধিক পণ্ডিতকে।

উল্লেখ্য, এই ছবির জন্য রীতিমত হুমকির মুখেও পড়তে হয়েছে পরিচালককে। গত মাসে সেকথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন তিনি। আর ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই স্বভাবতই তা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করে প্রশংসা করেছেন বলিউড কঙ্গনা রানাওয়াতও।

আরও পড়ুনঃ আসছে অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’, বলিউডে ডেবিউ প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here