কাশ্মীর প্রীতিকে বইবন্দি করলেন অভিনেতা ভাস্বর

0
261

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লেখালিখির প্রতি বরাবরই ঝোঁক অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের। এর আগেও বহু ম্যাগাজিনে তাঁর লেখা গল্প প্রকাশিত হয়েছে। এবার একটি গোটা বই লিখে ফেললেন ইংরেজি ভাষায়। এবং সেটি প্রকাশিত হল এক নামী এবং বহুল প্রচলিত অনলাইন সাইটে।

Bhaswar Chatterjee | newsfront.co
ভাস্বর চট্টোপাধ্যায়

বইয়ের নাম ‘দ্য কাশ্মীর সাগা, টু সোলস অ্যাট ক্রসরোডস’। গল্পের নায়ক একজনকে খুঁজতে কলকাতা থেকে কাশ্মীর পৌঁছয়। এরপর কী হয় তা লেখক জানেন। এবং বাকিদের জানতে হলে সেই অনলাইন সাইটে গিয়ে ডাউনলোড করতে হবে বইটি। খরচ পড়বে ৭৫ টাকা।

The Kashmir Saga | newsfront.co
বইয়ের প্রচ্ছদ

আরও পড়ুনঃ ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র মঞ্চে হাসির রাজা আসরানি

লেখক ভাস্বর তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন নিজের কাশ্মীর প্রেমের কথা। এই বই তিনি উৎসর্গ করেছেন তাঁর কাশ্মীরি ভাই মাহি রিয়াজ, ভাট ইরফান এবং মুসাদ্দিকি আহমেদ খানকে। পরবর্তীতে এই লেখাটি নিয়ে ওয়েব সিরিজ করার বাসনা আছে ভাস্বর চট্টোপাধ্যায়ের।

ভাস্বর জানান, “গতবছর আমি আমেরিকা যেতে চেয়েছিলাম। কিন্তু ভিসার কারণে যাওয়া হয়নি। মন খারাপ কাটাতে আমি কাশ্মীর যাই। ওখানে গিয়ে আমি জায়গাটার প্রেমে পড়ি। আর জায়গাটাকে কেন্দ্রে রেখে একটা বই লেখার ইচ্ছা মনে চেপে বসে। লকডাউনের সময়ে লেখা শুরু করি। আমি কাশ্মীরি ভাষা এবং আজান পড়ার ধরন শিখি৷ গল্পটা লেখার জন্য। গল্পটা জুড়ে কেবলই কাশ্মীরের গন্ধ। ভাবছিলাম, আমি বোধহয় আগের জন্মে কাশ্মীরি ছিলাম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here