ফের কাটমানি পোস্টার তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে

0
85

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

রাজ্যে কাটমানি পর্ব অব্যাহত এবার পূর্ব মেদিনীপুরের-আবারও কাটমনির নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে।পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন মমতা ব্যানার্জি।

আর জেলা সফরের আগের দিনই তৃণমূল ব্লক সভাপতির নামে কাট মানির পোস্টার।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি তিলক চক্রবর্তীর বিরুদ্ধে মহিষাদল এলাকায় বিভিন্ন জায়গায় কাটমানির পোস্টার দেখা যায়।

katmani poster to tmc president | newsfront.co
কাটমানি পোস্টার।নিজস্ব চিত্র

পোস্টারে লেখা মহিষাদল রাজ কলেজে গ্রুপ ডি তে ৭ জনকে চাকরি পাইয়ে দিয়ে এক কোটি টাকা ঘুষ নিয়ে নিলে কেন তিলক চক্রবর্তীর জবাব দাও প্রচারে: মহিষাদল নাগরিক মঞ্চ। যদিও পোস্টারে কারো নাম দেওয়া নেই।যদিও তিলক বাবু জানান দলকে কালিমালিপ্ত করার জন্য বিরোধীদের চক্রান্ত।

আরও পড়ুনঃ দোকান বন্ধ করার প্রতিবাদে পোস্টার

রাতের অন্ধকারে কারো নাম না দিয়ে পোস্টার আমরা গুরুত্ব দিচ্ছি না।যদিও মহিষাদল মন্ডল সভাপতি নবকুমার দাস জানান বিজেপি এ ধরনের কাজ করে না।

যদিও তিলক বাবুর নামে ভুরি ভুরি অভিযোগ রয়েছে উনি যদি কাট মানি নিয়ে থাকেন তাহলে ফেরত দিন।কাটমানি নিয়ে মৃদু উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।

লিচু তলা থেকে উপর তলা পর্যন্ত তৃণমূল কর্মীদের সকল কার নামে কাটমানির অভিযোগ।এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০২১ বিধানসভার ভোটের হেডমাস্টার প্রশান্ত কিশোরে স্ট্রাটেজি কি ঘুরিয়ে আনতে পারবে তৃণমূল কংগ্রেসকে।সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here