নিউজ ডেস্কঃ-গত ১৮ ই জানুয়ারি বাসন্তী থানার চড়াবিদ্যা গ্রামপঞ্চায়েত এলাকার ৩ নং হেতালখালি গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্র রিয়াজুল মোল্লা প্রকাশ্যদিবালোকে বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।এই ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত রিয়াজুলের মা মারুফা বিবি।তিনিই মৃত শিশুপুত্রের লাশ বাড়ি নিয়ে আসেন।ঐ দিনের ঘটনায় হাসান লস্কর(৩০) নামে এক যুবক খুন হন।
এই ঘটনার সঙ্গে জড়িত হয় তপু মাহাতোর নাম।তিনিই এই পুর ঘটনার প্রধান কারিগর বলে অভিযোগ।তপু এলাকার গ্রাম প্রধান সুচিত্রা মাহাতোর পুত্র এবং স্থানীয় তৃণমূল নেতা বলে পরিচিত।স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও তিনি।
অসমর্থিত সূত্র থেকে জানা গেছে যে,গত মঙ্গলবার ১ লা মে রাত্রে অনুব্রত মণ্ডলের ডেরা থেকে সি আই ডি তাকে গ্রেপ্তার করেছে এবং আজ আলিপুর পুলিশ কোর্টে তোলার পর ৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত।
এই ঘটনায় ‘আক্রান্ত আমরা’ র পক্ষ থেকে অম্বিকেশ মহাপাত্রর পাঠানো এক সংবাদ বিবৃতি আমাদের নিউজ ফ্রন্ট ডেস্কে এসে পৌঁছায়।অম্বিকেশ বাবু সংবাদ বিবৃতিতে দাবী করেন যে,এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত দের গ্রেপ্তারের ও খুনিদের সাজার দাবীতে আন্দোলন করতে গিয়ে গত ১৫ ই ফেব্রুয়ারি ক্যানিং মহকুমা শহরে আক্রান্ত হন তাঁদের ‘আক্রান্ত আমরা’র সদস্যরা।শুধু তাই নয় আন্দোলনকারীদের মিথ্যা মমলায় ফাঁসানো হয়।কিন্তু আজ তপু মাহাতো গ্রেপ্তার হওয়ায় তাঁরা নিজদের আন্দোলনের আংশিক জয় বলেই মনে করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584