রাশিয়া থেকে এখনও ফিরলনা সুন্দরবনের রাজা পানিগ্ৰাহীর দেহ

0
82

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন ২৪ পরগনাঃ

the king of the Sundarbans is still recovering from Russia's water body
মৃতের বোন।নিজস্ব চিত্র

দুটি বিদেশী জাহাজের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ভারতের ছয় জাহাজকর্মীর । তাঁর মধ্যে আছেন দক্ষিণ সুন্দরবনের রাজা দেবনাথ পানিগ্রাহী।একবছর ধরে রাশিয়ার মেট্রো জাহাজে কর্মরত ছিলেন ছাব্বিশ বছরের রাজা দেবনাথ পানিগ্রাহী । বাড়ি কাকদ্বীপ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের আট নম্বর কালিনগরপূর্বগঙ্গাধরপুরে। বাবা কাকদ্বীপ কোর্টের দলিল লেখক দেবব্রত পানিগ্রাহী । দুই সন্তানের মধ্যে বড় হলেন রাজা। একবছর আগে মুম্বাইয়ের নিম্বাস মেরিন সার্ভিস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তিনি কাজে যোগদেন। এই কোম্পানির মেস্ট্রো নামক জাহাজে ছিলেন রাজা দেবনাথ পানিগ্রাহী।

the king of the Sundarbans is still recovering from Russia's water body
মৃতের বন্ধু সপ্তর্ষি পাল।নিজস্ব চিত্র

আরও পড়ুন: একই পরিবারের ছয়টি গুরুর মৃত্যুতে শোকের ছায়া

চলতি মাসের ২১ তারিখে রাশিয়ার কৃষ্ণসাগরে হঠাৎই ঘটে দুর্ঘটনা। রাশিয়ার মেস্ট্রো জাহাজ ও তানজিয়ার ক্যান্ডি জাহাজের কৃষ্ণ সাগরের সীমানায় সংঘর্ষ হয়। সেই সংর্ঘষে রাশিয়া ও তানজিয়া দুটি বিদেশি জাহাজের মধ্যে রাশিয়ার মেস্ট্রো জাহাজে আগুন লাগে। রাশিয়ার জাহাজে থাকা রাজা দেবনাথ পনিগ্রাহীকে উদ্ধার করা হয় আহত অবস্থায় । চিকিৎসাও চলছিল তার। কিন্তু পরের দিনই মৃত্যু ঘটে রাজার। এরপর কোম্পানির মাধ্যোমেই ২৩ তারিখে রাজার মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার।

the king of the Sundarbans is still recovering from Russia's water body
মৃতের দাদু চন্দনরঞ্জন দাস।নিজস্ব চিত্র

কিন্তু যোগাযোগ নিয়ে ওঠে একাধিক প্রশ্ন । কোম্পানির তরফে মৃতদেহ আনার কোন হেলদোল নেই বলে অভিযোগ মৃতের পরিবারের । ইতিমধ্যে পরিবারের হাতে মৃতদেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হবে বলে জানিয়েছে নিম্বাস মেরিন সার্ভিস প্রাইভেট লিমিটেড । ইতিমধ্যে কোম্পানির মাধ্যমে বিদেশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে মৃতদেহ আনার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। রাজার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা । শোকর ছায়া পানিগ্রাহী পরিবারে । কিন্তু দেহ ফেরত না পেয়ে ক্ষুব্ধ পরিবার ও এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here