নিজস্ব সংবাদদাতা,দক্ষিন ২৪ পরগনাঃ
দুটি বিদেশী জাহাজের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ভারতের ছয় জাহাজকর্মীর । তাঁর মধ্যে আছেন দক্ষিণ সুন্দরবনের রাজা দেবনাথ পানিগ্রাহী।একবছর ধরে রাশিয়ার মেট্রো জাহাজে কর্মরত ছিলেন ছাব্বিশ বছরের রাজা দেবনাথ পানিগ্রাহী । বাড়ি কাকদ্বীপ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের আট নম্বর কালিনগরপূর্বগঙ্গাধরপুরে। বাবা কাকদ্বীপ কোর্টের দলিল লেখক দেবব্রত পানিগ্রাহী । দুই সন্তানের মধ্যে বড় হলেন রাজা। একবছর আগে মুম্বাইয়ের নিম্বাস মেরিন সার্ভিস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তিনি কাজে যোগদেন। এই কোম্পানির মেস্ট্রো নামক জাহাজে ছিলেন রাজা দেবনাথ পানিগ্রাহী।
আরও পড়ুন: একই পরিবারের ছয়টি গুরুর মৃত্যুতে শোকের ছায়া
চলতি মাসের ২১ তারিখে রাশিয়ার কৃষ্ণসাগরে হঠাৎই ঘটে দুর্ঘটনা। রাশিয়ার মেস্ট্রো জাহাজ ও তানজিয়ার ক্যান্ডি জাহাজের কৃষ্ণ সাগরের সীমানায় সংঘর্ষ হয়। সেই সংর্ঘষে রাশিয়া ও তানজিয়া দুটি বিদেশি জাহাজের মধ্যে রাশিয়ার মেস্ট্রো জাহাজে আগুন লাগে। রাশিয়ার জাহাজে থাকা রাজা দেবনাথ পনিগ্রাহীকে উদ্ধার করা হয় আহত অবস্থায় । চিকিৎসাও চলছিল তার। কিন্তু পরের দিনই মৃত্যু ঘটে রাজার। এরপর কোম্পানির মাধ্যোমেই ২৩ তারিখে রাজার মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার।
কিন্তু যোগাযোগ নিয়ে ওঠে একাধিক প্রশ্ন । কোম্পানির তরফে মৃতদেহ আনার কোন হেলদোল নেই বলে অভিযোগ মৃতের পরিবারের । ইতিমধ্যে পরিবারের হাতে মৃতদেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হবে বলে জানিয়েছে নিম্বাস মেরিন সার্ভিস প্রাইভেট লিমিটেড । ইতিমধ্যে কোম্পানির মাধ্যমে বিদেশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে মৃতদেহ আনার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। রাজার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা । শোকর ছায়া পানিগ্রাহী পরিবারে । কিন্তু দেহ ফেরত না পেয়ে ক্ষুব্ধ পরিবার ও এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584