রানার্স ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকলো কোলা ইউনিয়ন হাইস্কুল

0
512

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

the kola union high school runners
নিজস্ব চিত্র

শেষ চমকে ম্রিয়মান আলোয় শেষ হলো ব্ল্যাক হর্স।দাত্তু ফাদকার ট্রফিতে রানার্স হয়েই খুশি থাকতে হলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কোলা ইউনিয়ন হাইস্কুলকে।

the kola union high school runners
ট্রফি সহ কোলা ইউনিয়ন হাইস্কুল দল।নিজস্ব চিত্র

শনিবার বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সি.এ.বি. আয়োজিত অনুর্ধ্ব ১৫ বৎসর দাত্তু ফাদকার ট্রফির ফাইনাল।ফাইনালে মুখোমুুখি হয়েছিল কলকাতা জেলার নবনালন্দা উচ্চ বিদ্যালয় ও পূর্ব মেদিনীপুর জেলার কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

the kola union high school runners4
নিজস্ব চিত্র

টসে জিতে নবনালন্দা ব্যাটিং নিয়ে ৪৪.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে।এর মধ্যে অতিরিক্ত রান হয় ৩৮।বোলিং এ হ্যাপি পানেশর ৯ ওভারে ১ টি মেডেন সহ ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়।জবাবে কোলা ইউনিয়ন প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়।

ব্যাটিং এ সেভাবে কেউই রান করতে পারেনি। তাদের ইনিংস ৩১.২ ওভারে ৫৯ রানে শেষ হয়। নবনালন্দার হয়ে ভালো বল করে দেবার্ঘ্য সাহা। ৫.২ ওভারে ৩টি মেডেন সহ ৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়।এছাড়া রমিজ রাজা ৬ ওভার বল করে ১টি মেডেন সহ ১২ রান দিয়ে ৩ উইকেট নেয়।

দাত্তু ফাদকার ট্রফিতে এর আগে সম্ভবত মেদিনীপুরের কোনো বিদ্যালয় ফাইনাল অবধি আসতে পারেনি।সেদিক থেকে দেখলে কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের রানার্স হওয়া মেদিনীপুরের ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।আর বিদ‍্যালয়ের শতবর্ষের প্রাক্কালে কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এই কৃতিত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য।

দলের সাফল্যে খুশি প্রশিক্ষক কৌশিক ভৌমিক, শিক্ষক সুজন বেরা এবং সহকারী শুভঙ্কর বিশ্বাস। টানা এক সপ্তাহ ধরে বিদ্যালয় টিমের সাথে তাঁরা ছিলেন।শিক্ষক সুজন বেরা বলেন, টানা তিনটি ম্যাচ খেলে একদিনের বিরতিতে ছেলেরা এই সাফল্য পেয়েছে।জিতলে আরো ভালো লাগতো।তবে ছোট ছেলেদের কাছে এটাও একটা মাইলস্টোন।

শেষে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গৌতম গোস্বামী। তাঁর উপস্থিতিতে দুই বিদ্যালয়ের হাতে জেলার তরফে বিজয়ী ও বিজিত ট্রফি তুলে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here