ছটপূজা উপলক্ষে রমরমিয়ে বেতের ধামা-কুলো বিক্রি

0
1190

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

দুর্গাপূজা শেষ হতে না হতেই বিহারী সম্প্রদায়ের মানুষদের ছট পূজার আরাধনা শুরু হয়। কথিত আছে বেতের বোনা ধামা বা কুলোতে বিভিন্ন ফল-সহ পুজোর অন্যান্য সামগ্রী সাজিয়ে নদীতে অথবা কোনও জলাশয়ে নেমে সূর্যদেবের আরাধনা করে সকল বিহারী সম্প্রদায়ের মানুষ।

kulo sell for puja of chhath | newsfront.co
নিজস্ব চিত্র

এবার চন্দ্রকোনা রোডে বেতের বোনা ধামা বা কুলোর পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে এমনই চিত্র ধরা পড়েছে।

kulo sell for puja of chhath | newsfront.co
বেতের তৈরি নানান সামগ্রী। নিজস্ব চিত্র
kulo sell for puja of chhath | newsfront.co
চন্দ্রকোনা রোডে বসেছে পসরা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ছটপূজা উপলক্ষে দুঃস্থদের বস্ত্র ও খাদ্য বিতরণ

এ বছর ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী বিক্রির পসার বেড়েছে ভালই। যেহেতু গোটা গরবেতা এলাকায় কাঠ ও আলু মূল অর্থনৈতিক দ্রব্য হিসাবে ধরা হয়, তাই দিনের প্রথমে না হলেও শেষ বেলায় সমস্ত ব্যবসায়ীর থেকে শুরু করে চাষীরা এই ব্যবসায় যথেষ্ট লাভবান হচ্ছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here