চা-বাগানে কাজে বাধা, অবরোধে ফকিরডাঙা বাগানের শ্রমিকরা

0
60

মনিরুল হক,কোচবিহারঃ

The labor of fakirdanga protest
নিজস্ব চিত্র

চা বাগানের শ্রমিকদের কাজে বাধা দেওয়ায় পথ অবরোধ করলেন ফকিরডাঙা বাগানের শ্রমিকরা। জানা গিয়েছে মৈনাক হিলস টি এস্টেটের সানিয়াজান বি ডিভিশনের ফকিরডাঙা চা বাগানের শ্রমিকরা আজ ওই বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে কাজ চললেও সম্প্রতি এলাকার কয়েকজন বাগানে অশান্তি তৈরির চেষ্টা করছে।

তিনদিন ধরে ফকিরডাঙা চা বাগানের জমিতে খুঁটি পুঁতে দিয়ে শ্রমিকদের কাঁচা চা পাতা তুলতে বাধা দেওয়া হচ্ছে। এমন কী, গতকাল চা পাতা তুলতে গেলে শ্রমিকদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর তার জেরেই আজ সকাল থেকে চ্যাংরাবান্ধা-মেখলিগঞ্জ সড়ক পথের কলেজ মোর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা।

আরও পড়ুনঃ বর্ধিত বেতনের দাবীতে ঘেরাও

যদিও প্রায় আধ ঘণ্টা অবরোধ চলার পর মেখলিগঞ্জ থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন চা শ্রমিকরা। এরপর ওই বিষয়টি নিয়ে অবরোধকারীরা মেখলিগঞ্জের মহকুমাশাসক, থানার ওসি এবং অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেয় বলে জানা গিয়েছে।

এবিষয়ে মেখলিগঞ্জ মহকুমা শ্রম দপ্তরের সহ শ্রম মহাধ্যক্ষ সন্দীপ কর্মকার বলেন, “সমস্যার কথা আমি শুনেছি। সমস্যা মেটাতে সব পক্ষকে নিয়ে মেখলিগঞ্জের বিদিও-এর দপ্তরে বৈঠক হবে। সমস্যা মিটে যাবে বলে আশা করছি।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here