নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দীপাবলির আগে বন্ধ হয়ে গেল দুটি চা-বাগান। বক্সা ডুয়ার্স টি কোম্পানির অন্তর্গত আলিপুরদুয়ার জেলার কালচিনি ও রায়মাটাং এই দুটি চা-বাগানের মালিক গতকাল রাতে বিনা নোটিশে বাগান ছেড়ে চলে যাওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করতে শুরু করে।
শনিবার শ্রমিকদের বেতন দেবেন বলে মালিক পক্ষ প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কথার খেলাপ করে মালিকপক্ষ পালিয়ে যায়। শ্রমিকদের দুটো ফোর্টনাইট পেমেন্ট বাকি রয়েছে। এ দিন সকালে শ্রমিকরা কাজে যোগদান দিতে এসে দেখে বাগানে ম্যা নেজমেণ্ট নেই।
এরপর কালচিনি ও রায়মাটাং দুটি চা-বাগানের ক্ষুদ্ধ শ্রমিকরা কালচিনি নিমতি মোড় এলাকায় পথ অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।
ঘটনাস্থলে কালচিনি বিডিও ভূষণ শেরপা এসে পৌছালে তাঁকে ঘিরেও শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর ঘটনাস্থলে সাংসদ জন বারলা এসে পৌছান।
আরও পড়ুনঃ চা-বাগান বন্ধ হয়ে যাওয়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শ্রমিকদের
জন বারলা জানান যে, আমরা বন্ধ চা-বাগানের সমস্যাি নিয়ে রাজ্যমপালের দ্বারস্থ হচ্ছি। সিটু নেতা বিকাষ মাহালি জানান, আমরা এই মালিক আর চাই না যে ঘন ঘন চা-বাগান বন্ধ করে। আমরা চাই নতুন মালিক আসুক ।
তৃণমূল চা-বাগান মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় সহ সম্পাদক অসীম মজুমদার এ বিষয়ে জানান, “এই মালিক ঠিক মতো বাগান চালাচ্ছে না। মালিক পরিবর্তন করতে হবে। আগামী ৩১ অক্টোবর শ্রম আধিকারিক ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিয়েছে। প্রায় চার ঘণ্টা অবরোধ চলার পরে শ্রমিকরা অবরোধ উঠিয়ে দেয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584