সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
নারায়নপুর অঞ্চল যুব তৃনমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় নারায়নপুর ব্রীজ সংলগ্ন অঞ্চলে।২০২১ সালে বিধানসভার কাউনডাউন শুরু করলেন রাজ্যর সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মন্টুরাম পাখিরা।
লোকসভা নির্বাচনে নারায়নপুর অঞ্চল খারাপ ফলের কারনে যুবকদেরকে নিয়ে নতুন করে সংগঠন গড়ে তোলে নারায়নপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস । যেখানে সভাপতি,সহ-সভাপতি কার্যকরি সভাপতি সম্পাদক কোষাধক্ষ্য নির্বাচন করা হয়।
আর তা করেন এলাকারই বিধায়ক ওরফে রাজ্যর মন্ত্রী মন্টুরাম পাখিরা।অঞ্চল যুব তৃনমূল কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত হন জয়দেব বাড়িক।১৯৭১ সালে রাজ্য পঞ্চায়েত গঠনের পর কংগ্রেস জাঁকিয়ে বসে নারায়নপুর পঞ্চায়েতে।
৩৪ বছরে বামসাসনে লালদূর্গ দখলে আনতে পারেনি নারায়নপুরকে।তৃনমূল জন্মাবার পর বরাবরি ঘাসফুল ফুটতে শুরু করে নারায়নপুর পঞ্চায়েতে ।কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকে নারায়নপুর গ্রামপঞ্চায়েত।
আরও পড়ুনঃ সম্প্রদায়গত দাবিতে সেমিনার,সাংবাদিক সম্মেলন ন্যাশনাল খ্রিস্টান কাউন্সিলে
নবম পঞ্চায়েত নির্বাচনে ১৮ টি সংসদের মধ্যে তৃনমূল ১২ টি , কংগ্রেস ও সিপিএম দুটি ,একটি নির্দল ও একটি আসন দখল নেয় বিজেপি । কিন্তু অপ্রত্যাশিত ফল হয় সপ্তদশ লোকসভা নির্বাচনে।নারায়নপুর অঞ্চল ১৮টির মধ্যো ৯ তৃনমূল ও ৯ টি বিজেপি আসন দখলে নেই।
যুব তৃণমূলদের সরিয়ে লোকসভার কাজ করে মাদার তৃনমূল।সেখানে ঘটে বিপত্তি।কাকদ্বীপ বিধানসভায় শুধু নারায়নপুর গ্রাম পঞ্চায়েত নয়, বেশির ভাগ গ্রাম পঞ্চায়েতের সংসদ পদ্মফোটে। পদ্ম দমনে হাতিয়ার করল যুবতৃনমূল কংগ্রেস। ২০২১ শে বিধানসভা নির্বাচনে পাখির চোখ করে তৃনমূল কংগ্রেস যুবসংগঠন তৈরী হয় নতুন করে ।
যা আগামী দিনে পথ চলার দিশারী দেখাবে বলে দাবি মন্ত্রী মন্টুরাম পাখিরার।কাটমানি থেকে স্বজন প্রহসনের রাজনীতির দায়ে এমন পরিস্থিতির মুখে পরে বলে যুব কর্মীদের বলেন নামখানা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর মন্ডল। মিথ্যা প্রত্যাশায় ব্যর্থ হয়েছে বিরোধী।তাই ভুল বুঝে যারা দল ছেড়েছে আজ আবার তারা সক্রিয় ভাবে কাজ করবে,দাবি তৃনমূল কংগ্রেসের জেলা কমিটির অধক্ষ্য শ্রীমন্ত মালির।
নব যুব তৃনমূল কংগ্রেস সভাপতি দায়িত্ব পাওয়ার পর প্রথম কাজ সাংগঠনিক দিক মজবুত করা।যুব সংগঠনকে মজবুত দিশারি গড়তে যুব সম্মেলনে উপস্থিত হন পাঁচ হাজার তৃনমূল সর্মথক।
উপস্থিত ছিলেন নামখানা ব্লকের তৃনমূল কংগ্রেস সভাপতি পরমেশ্বর মন্ডল, রাজ্যর সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী মন্টুরাম পাখিরা ,তৃনমূল কংগ্রেসের জেলা কমিটির অধ্যক্ষ শ্রীমন্ত মালি ,নামখানা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ধীরেন কুমার পাত্র , নামখানা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি অখিলেস বারুই,নারায়নপুর অঞ্চল যুবসভাপতি জয়দেব বাড়িক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584