নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সম্প্রতি এনআরএস হাসপাতালের এর এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।সেখানে রোগীর বাড়ীর লোকেদের আক্রমণের ফলে এক জুনিয়ার ডাক্তার আশঙ্কাজনক অবস্থার চিকিৎসাধীন রয়েছে।
আর সেই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়ার ডাক্তারেরা অনির্দিষ্টকাল কর্মবিরতি শুরু করল।
আরও পড়ুনঃ কর্মবিরতিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা
এদিন প্ল্যাকার্ড হাতে জুনিয়ার ডাক্তারেরা মেডিক্যাল কলেজের গেটে বিক্ষোভ দেখায়।তাদের দাবি,রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে ইন্টার্নদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা।এনআরএস- এর ইন্টার্ন এর উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি এনআরএস এর ঘটনার তীব্র নিন্দা করেন মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584