শ্যামল রায়, পূর্বস্থলীঃ
পূর্বস্থলী ২ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গুরুত্ব বহুদিন ধরে অপরিসীম হলেও বর্তমানে অভিযোগ উঠেছে চিকিৎসা ব্যবস্থার গাফিলতি নিয়ে। বিশেষজ্ঞ ডাক্তার না থাকার কারণে ছোটখাটো যেকোনও ধরনের রোগে কেউ আক্রান্ত হলেই রেফার করে দেয়া হচ্ছে অন্যত্র। ডাক্তারের সংখ্যা পাঁচজন থাকলেও তাঁদের আসা যাওয়া অনিয়মিত।
শনিবার স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে এলাকার মানুষের অভিযোগ, এখানে ছোটখাটো রক্ত পরীক্ষা ছাড়া বড় ধরনের কোনও পরীক্ষা বা চিকিৎসা হয় না।
আরও পড়ুনঃ সকালের পর ফের সন্ধ্যায় পথ দুর্ঘটনা রেজিনগরে, আহত ৩
নেই ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি মেশিনও। শিশুদের জন্য নেই চিকিৎসক, স্ত্রী বিশেষজ্ঞদেরও বালাই নেই। পাশাপাশি নেই ব্লক স্বাস্থ্য আধিকারিক। ডাক্তার প্রশান্ত সরকার অস্থায়ীভাবে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাজ সামাল দিচ্ছেন। বেড সংখ্যা ৩০।
বর্তমানে দিনের পর দিন রোগীর সংখ্যা কমছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে যে স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টারে বসেই টাকার বিনিময়ে চিকিৎসা করান উপস্থিত বেশ কয়েকজন চিকিৎসক, অথচ স্বাস্থ্য কেন্দ্রের ইমারজেন্সি চেম্বারে ডাক্তার না মিললেও কোয়ার্টারে গিয়ে দেখা পাওয়া যাবে ওই সমস্ত চিকিৎসকের।
আরও পড়ুনঃ মৃত্যুর ছয়মাস পর সৌদিআরব থেকে দেহ ফিরল কর্ণসুবর্ণে
গ্রামীণ চিকিৎসক সংগঠনের রাজ্য সম্পাদক, স্থানীয় বাসিন্দা জয়ন্ত চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গুরুত্ব সবসময় অনেকটাই বেশি থাকে। মানুষ যদি স্বাস্থ্য পরিষেবা না পান তাহলে এর থেকে চরম ক্ষোভ আর কী থাকতে পারে। বিশেষজ্ঞ কয়েকজন চিকিৎসককে এখানে নিযুক্ত করে স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানো উচিত বলে মনে করছেন তিনি।
জয়ন্ত বাবু আরও বলেছেন যে এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিবেশী জেলা থেকেও বহু রোগী চিকিৎসা করাতে আসেন। তাই এই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব অনেকটাই বেশি। ব্লক স্বাস্থ্য আধিকারিক বর্তমানে নেই, তাই আরও যেন স্বাস্থ্য পরিষেবার মান দিনের পর দিন কমে যাচ্ছে তাই ক্ষোভ প্রকাশ করেছেন তিনিও।
অন্যদিকে অপর্ণা সরকার, ঝুমা ভদ্র থেকে শুরু করে স্থানীয় বিধায়ক সিপিএম নেতা প্রদীপ কুমার সাহার দাবি, আগে চিকিৎসা ব্যবস্থা ভাল মিললেও এখন এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা চরম তলানিতে এসে ঠেকেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584