নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জেলার উত্তর চিকলিগুড়ি এলাকার রীনা দাস (৩৫) জীবিকা হিসাবে বেছে নিয়েছেন টোটো চালানো। টোটো চালিয়েই সংসার চালান তিনি।
রীনা দেবী জানান, “সংসারে অভাব লেগেই রয়েছে। সংসারে এতটাই অভাব যে কী করব ভেবে পাচ্ছিলাম না। ঘরে অন্ধ স্বামী, দুই সন্তানকে নিয়ে কীভাবে চলব বুঝতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে এই কর্ম বেঁচে নিয়েছি।”
আরও পড়ুনঃ সমুদ্র স্নানে না নামলেও শীতের আমেজে মজেছে দিঘা ভ্রমণকারীরা
সংসার চালানোর জন্য তার এই কর্মকে স্বাগত জানিয়েছেন অন্যান্য চালক-সহ এলাকার জনসাধারণ।
রীনা দাস জানান, রাস্তায় নেমে মহিলা হিসাবে কাজ করতে তার কোনও অসুবিধা হচ্ছে না। সবাই তাকে সাহায্য করে।
তার বক্তব্য, কোনও সরকারি সুযোগ-সুবিধা পেলে কষ্টের হাত থেকে রক্ষা পেতাম। আপাতত সেই আশাতেই দিন কাটছে রীনা দেবীর।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584