মনিরুল হক,কোচবিহারঃ
মুখ্যমন্ত্রী সফরের আগে তৎপরতার সাথে সাজিয়ে তোলা হচ্ছে কোচবিহার শহরকে। সার্কিট হাউজের সামনে গাছের গোঁড়া নীল সাদা রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে।সাগরদীঘি,বৈরাগী দীঘির পাড়ের জঙ্গল ও আবর্জনা পরিষ্কারের কাজ চলছে।পাশাপাশি নব নির্মিত অডিটোরিয়াম ও মুখ্যমন্ত্রীর সভাস্থল রাজমেলার মাঠে শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ চলছে জোর কদমে।শুক্রবার চূড়ান্ত পর্যায়ের কাজ খতিয়ে দেখতে কোচবিহার জেলা শাসকের দফতরের পাশে থাকা নব নির্মিত অডিটোরিয়ামের শেষ পর্যায়ের কাজ খতিয়ে দেখেন।সাংসদ পার্থ প্রতিম রায় রাসমেলার মাঠ ও সংলগ্ন নির্মীয়মাণ হেলিপেডের কাজ ক্ষতিয়ে দেখেন।মন্ত্রী ও সাংসদ প্রায় একই সুরে জানান, প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছে।কোথায় যাতে কোন খামতি না থাকে সেটা দেখতেই তারা সভাস্থল ও নব নির্মিত অডিটোরিয়ামে শেষ পর্যায়ের কাজ দেখে নিচ্ছেন।
মুখ্যমন্ত্রী ২৯ অক্টোবর দুদিনের সফরে কোচবিহার সফরে আসছেন।প্রথমদিন তিনি জেলা শাসকের দফতরের পাশে থাকা নব নির্মিত অডিটোরিয়াম উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।সেদিন ওই অডিটোরিয়ামে জেলার প্রশাসনিক বৈঠক করবেন তিনি।পরের দিন অর্থাৎ ৩০ অক্টোবর তিনি রাসমেলা মাঠে সরকারি বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের হাতে বিভিন্ন সুযোগ সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। কোচবিহার সফর শেষ করে ডুয়ার্স হয়ে তাঁর কোলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনের আগে বিজেপির কর্মী সম্মেলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584