শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

আইন সম্পর্কে সচেতন করতে বালুরঘাট মিউনিসিপ্যালিটির সুবর্ণতট সভাকক্ষে আজ অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির।
সাধারণ মানুষ যাতে আইনি পরিষেবা থেকে বঞ্চিত না হন,সেই জন্য আজকের এই শিবির বিশেষ গুরুত্বপূর্ণ ছিল।দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় এবং বালুরঘাট মিউনিসিপ্যালিটির ব্যবস্থাপনায় এই আইনি শিবির অনুষ্ঠিত হয় বেলা তিনটায়।


মিউনিসিপ্যালিটি এলাকার স্বনির্ভর দলের সদ্স্য, স্বাস্থ্যকর্মী, সহ প্রায় শতাধিক সচেতন নাগরিক আজকের শিবিরে উপস্থিত হয়েছিলেন।শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক মাননীয় সৌমেন্দ্রনাথ রায়, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি দক্ষিণ দিনাজপুরের সদস্য সূরজ দাশ,আইনি পার্শ্বসেবক জয়া মণ্ডল, অভিজিৎ সান্যাল,গৌড় নিতাই সরকার প্রমুখ।
আরও পড়ুনঃ মাতৃ দিবস উপলক্ষ্যে চক্ষু পরিক্ষা ও থ্যালাসেমিয়া সচেতনতা শিবির
এদিন আইন পরিষেবা শিবিরে মিসিং চিলড্রেন দের নিয়ে নানান সমস্যার উপর আলোচনা হয়। এছাড়াও নারী ও শিশু পাচার প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, শ্রমিক-শিশু-মহিলাদের বিভিন্ন আইনি সমস্যা,কৃষি কর্মের সাথে জড়িত ব্যক্তিদের সহায়তা, প্রতিবন্ধীদের ডাক্তারি পরীক্ষা ও শংসাপত্র দেওয়া,মানবিক পেনশনের জন্য নাম নথিভুক্ত করা,প্রবীণ নাগরিকদের আইনি সমস্যা,মোবাইল ফোনের অপব্যবহার, সাইবার ক্রাইম, সাধারণ মানুষদের নানান আইনি সমস্যা প্রভৃতি বিষয় নিয়ে এদিন শিবির করা হয়। সৌমেন্দ্রনাথ রায় মহাশয় বলেন,আইনের সহায়তা সকলের কাছে পৌঁছে দিতেই পৌরসভা এলাকায় আজকের উদ্যোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584