নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হামলার অভিযোগ।আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম সনাতন মণ্ডল।জানা গেছে, ওই এলাকার স্থানীয় কিছু মানুষ একত্রিত হয়ে একাধিক তৃণমূল নেতার বাড়িতে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান।
ঘটনাটি ঘটেছে শীতলকুচি পঞ্চারহাট বাজার সংলগ্ন ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েতে এলাকায়।ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিতলখুঁচি থানার পুলিশ।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ, তাকে শুধু শারীরিক নির্যাতনই নয়, টাকা ফেরতের অঙ্গীকার পত্রেও স্বাক্ষর করানো হয়। এরপরে বাড়ির পেছন দিয়ে আচমকাই ওই স্থানীয় তৃণমূল নেতা দৌঁড়াতে থাকলে স্থানীয় মহিলা ও বাসিন্দারা তাঁকে তারা করে ধরে ফেলে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ।পরে গুরুত্বর আহত হলে তাঁকে চিকিৎসার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় এলাকায়।স্থানীয় বাসিন্দাদের পক্ষে বাবলু বর্মণ, নরেশ বর্মণ, তাপস বর্মণ বলেন, “আমরা সরকারি প্রকল্পের বিভিন্ন কাজ করতে গিয়ে পঞ্চায়েত দফতরে বারবার ঘুরেছি।
আরও পড়ুনঃ কাটমানি ইস্যুতে বিজেপির হুঁশিয়ারি আন্দোলনের
পরে এই নেতারা আমাদেরকে কাজ পাইয়ে দেওয়া, ঘরের জন্য, শৌচাগার তৈরির নাম করে টাকা নিয়েছে। আজ তাঁদের কাছে টাকা ফেরতের জন্য গেলে আমাদের সাথে কথা না বলে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সনাতন বাবু। “তখন কিছুটা উত্তেজনা তৈরি হয়।
এদিন এবিষয়ে তৃণমূলের স্থানীয় যুবনেতা দিলীপ রায় বলেন, “আমাদের উপর ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এলাকার মানুষকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে সহযোগীতা করেছি আমরা। তাই অনেকে স্ব-ইচ্ছায় আমাদের দলে কিছু অর্থ দিয়েছে।
ওই অর্থ আমরা দলের পক্ষ থেকে এলাকার কন্যাদায়গ্রস্ত পিতাদের সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজ করা হয়েছে এলাকায়।” তবে স্থানীয় বাসিন্দারা তার এই দাবীকে মানতে নারাজ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584