সুদীপ পাল,বর্ধমানঃ
আবাস যোজনার জন্য তালিকায় তাঁর নাম নথিভুক্ত করন হয়েছিল কিন্তু যখন প্রধান তথ্য এল তখন দেখা গেল তার নাম নেই। তিনি এক কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি।
তিনি পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ ব্লকের ভাল্কি পঞ্চায়েতের বাবুইশোল গ্রামের বাসিন্দা সুকোল হাঁসদা।
অভিযোগ কুষ্ঠরোগাক্রান্ত এই আদিবাসী যুবকের নামে বাংলা আবাস যোজনা প্রকল্পে আসা বাড়ি আত্মসাৎ করেছেন শাসক দলের নেতা। তাঁর নামে বাড়ি এলেও তিনি বাড়ি পাননি বলে অভিযোগ সুকোলের।
তিনি বলেন, আমার এই বিষয়টি নিয়ে শাসকদলের নেতাদের কাছে একাধিকবার গেছি কিন্তু কোনো সুরাহা হয় নি। অবশেষে আউসগ্রাম ২ বিডিও এর কাছে লিখিত অভিযোগও দায়ের করেন।
তবে আউশগ্রাম ২ ব্লকের তৃনমূল ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে ফের আবেদন করার কথা বলেন তিনি। যদিও আউশগ্রাম ২ ব্লকের কাছে বিজেপির সম্পাদক অনিমেষ লাহার অভিযোগ শাসক দলের নেতাদের জন্য প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে আদিবাসী এই মানুষটি। বিডিও সুরজিত ভর উপযুক্ত ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনঃ হাসপাতাল পরিদর্শনে গিয়ে জেলাশাসকের হাতে ধরা পড়ল দুই বহিরাগত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584