নিজস্ব সংবাদাতা, বাঁকুড়াঃ
পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আকাডেমি এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে আজ ১৪ই নভেম্বর থেকে বাঁকুডা জেলায় শুরু হল আবৃত্তি বিষয়ে কর্মশালা।যেখানে অংশগ্রহণ করলেন পাঁচ জেলার বাচিকশিল্পীরা।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুডা।প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রণতি ঠাকুর এবং শঙ্কর রায় চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি আধিকারিক অরুনাভ মিত্র, এলাকার বিধায়ক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই প্রশিক্ষণ শিবির চলবে ১৬ই নভেম্বর পর্যন্ত।অংশগ্রহণকারী কয়েক জন প্রতিষ্ঠিত বাচিক শিল্পী বিশ্বনাথ গোস্বামী, কুহুমিতা দাস ও শম্পা চক্রবর্তীরা জানান যে বাচিক শিল্পের এরকম প্রশিক্ষণ শিবিরে এসে তাঁরা আনন্দিত, সরকারের এই উদ্যোবগকে সাধুবাদ জানান।এরকম প্রশিক্ষণ শিবির প্রতিটি যায়গায় বছরে কয়েকবার করলে আরো ভালো হবে বলে তাঁরা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584