তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার ভুপালপুর রাজবাড়িতে কবিকথার সাহিত্য আসরে শিলচরে ১৯৬১ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি স্মৃতিতর্পণ করলো কবি কথার কবি ও সাহিত্যিকরা গত ১৯শে মে।রায়গঞ্জের সাহিত্য সাংস্কৃতিক সংস্থা কবিকথার চতুর্দশ সাহিত্য আসর বসেছিল ভুপালপুরের রাজবাড়িতে।
অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রবীর সাহার উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।এরপর শিলচরে ১৯৬১সালের ভাষা আন্দোলনের শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।বিশিষ্ট কবি অরুন চক্রবর্তী শিলচরের ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করেন।
অরুনবাবু বলেন, ‘ভারতের যে কয়টি স্থানে ভাষা আন্দোলন সংগঠিত হয় তার মধ্যে অন্যতম শিলচর।আসামের বরাক উপত্যকায় ভাষা আন্দোলনের ১১ জনের উপর যে নির্মম ভাবে অত্যাচারের পর হত্যা করেছে তা ভারতবর্ষের ইতিহাসে সেই সমস্ত ১২ জন শহীদদের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে।’ কবি অরুন চক্রবর্তী আক্ষেপ করে বলেন, ‘ওপার বাংলায় প্ৰতি বছর যে উৎসাহ উদ্দীপনায় ভাষা আন্দোলনের শহীদদের যে মর্যাদা সহকারে স্মরণ করা হয় আমাদের দেশের শিলচরে সেই উদ্দীপনায় শহীদের স্মরণ করা হয়না।
আরও পড়ুনঃ মোদী এক হাইফেনে ভারতকে পাকিস্থানের সাথে বসিয়েছে, সংবাদিক সম্মেলনে যশবন্ত
আমরা বড় আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি।’ এ দিনের সাহিত্য আসরে ভুপালপুরের রাজ পরিবারের সদস্যরাও সাহিত্য আসরে অংশ গ্রহন করেন।সাহিত্য আসরে স্বরচিত কবিতা পাঠ করে শোনান বিশিষ্ট কবি শুভব্রত লাহিড়ী,তপন রায়,প্রবীর সাহা,রাখি সাহা সরকার,অর্জুন ঘোষ,বিমল দে,যাদব চৌধুরী,পরিমল সরকার,অজন্তা রায় আচার্য,সুদেব রায়।অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন গল্পকার সৌরেন চৌধুরী।সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনায় ছিলেন কবিকথার আহ্বায়ক তথা বিশিষ্ট কবি যাদব চৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584