হুড়মুড়িয়ে পড়ল বস্তার স্তুপ,ফের ব্যর্থ বালিচক উড়ালপুল লোড টেস্ট

0
102

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের বালিচকে উড়ালপুল নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে বালিচক স্টেশন উন্নয়ন কমিটি।তাদের আন্দোলনের ভিত্তিতে শেষ পর্যন্ত প্রশাসন বাধ্য হয় উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত নিতে।সেই বালিচক উড়ালপুল নির্মাণ এর জন্য লোড টেস্ট-এর কাজ চলছিল।তিরিশ হাজার বালির বস্তা দিয়ে লোড চাপানোর প্রক্রিয়া চলছিল।

load test again fail | newsfront.co
হুড়মুড়িয়ে পড়ল বালির বস্তার স্তুপ।নিজস্ব চিত্র

লোড টেস্ট হওয়ার আগেই গত ৭ ই জুলাই সন্ধে সাড়ে ছটা নাগাদ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছিল বালি বস্তা বোঝাই করা বিরাট স্তুপ।এরপর আবার নতুন করে সাজানো হয় লোড টেস্টের জন্য বালি বস্তার স্তুপ। গতকাল তা সম্পূর্ণ হয়। এরপর লোড টেস্ট এর কাজ শুরু হবার কথা ছিল।

তার ঠিক আগেই আজ সকালেই আবার হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে ৩০ হাজার বালির বস্তার স্তুপ।বালিচক স্টেশন উন্নয়ন কমিটির সম্পাদক কিংকর অধিকারী বলেন, “গতবারে প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হলেও এবারে তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না।

আরও পড়ুনঃ ভাঙা সেতু দিয়েই ঝুঁকিপূর্ণ যাতায়াত এলাকাবাসীর

তাহলে কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে তার প্রকৃত তদন্ত হওয়া দরকার।অনভিজ্ঞ কর্মীদের দিয়ে কাজ করানো হচ্ছে কিনা সেটাও দেখা দরকার বা অন্য কোন বিষয় রয়েছে কিনা তা অবিলম্বে প্রশাসনকে অনুসন্ধান করতে হবে।

মূল কাজ শুরুর আগেই এভাবে বারবার বিপর্যয় এলাকার মানুষের মধ্যে ব্যাপক আশঙ্কা তৈরি করছে। উড়ালপুল নির্মাণের ক্ষেত্রে কঠোর নজরদারির মাধ্যমে নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানাচ্ছি আমরা। নির্মাণ প্রক্রিয়ায় কোনো গাফিলতি ধরা পড়লে প্রশাসনকে তার সম্পূর্ণ দায় নিতে হবে।

অবিলম্বে জরুরী নজরদারি ভিত্তিতে গুরুত্ব দিয়ে মূল কাজ শুরু না করলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here