সুদীপ পাল, বর্ধমানঃ
দীর্ঘদিন ধরে রাস্তার মেরামতি হচ্ছে। কবে শেষ হবে কারো জানা নেই। রাস্তার উপরে পড়ে রয়েছে পাথর, বোল্ডার। কাঁকসার সিলামপুরের রাস্তা দীর্ঘদিন খারাপ থাকার পর গত প্রায় এক বছর ধরে মেরামতির কাজ হচ্ছে।
দীর্ঘদিন রাস্তা খারাপ থাকার পর যখন মেরামতির কাজ শুরু হয় তখন স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন এরপরে রাস্তার হাল ফিরবে। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও রাস্তা যেন ক্রমশ মরণফাঁদে পরিণত হচ্ছে।
বর্ষার আগে বোল্ডার, পাথর প্রভৃতি রাস্তার উপর ফেলা হয়েছিল কিন্তু তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। উল্টে বেহাল রাস্তার উপর দিয়ে চলছে ভারী যানবাহন। মাঝেমধ্যেই গাড়ি উল্টে বিপত্তি ঘটছে।
সিলামপুর যেতে হলে এইবাজার থেকে টোটো ধরতে হয়।
আরও পড়ুনঃ কোলাঘাটে বাইক দুর্ঘটনায় মৃত ২
যাত্রীদের অভিযোগ, বেহাল রাস্তায় টোটোয় বসে থাকা মুশকিল। প্যাসেঞ্জার সনেত টোটো মাঝেমধ্যেই উল্টে যায় অথবা ভেঙে পড়ে। রাস্তা তৈরিতে কেন এত বিলম্ব করছে পূর্ত দপ্তর তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
জানা যাচ্ছে, রেলের কাজের জন্য প্রথমে রাস্তা তৈরিতে দেরি হয়। রাস্তার কালভার্ট তৈরি শেষ হয়েছে মাস দুয়েক আগে। এখন রাস্তার পাশে ড্রেন নির্মাণের কাজ চলছে।
রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ শেষ হতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। কাঁকসা পঞ্চায়েত প্রধান শুক্লা সিং বিষয়টি পূর্ত দপ্তরের সাথে আলোচনা করে দ্রুত মেরামত যাতে হয় তার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এই রাস্তার উপর সিলামপুর, ভরতপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা নির্ভর করে। সিলামপুরে এবং ভরতপুরের উচ্চ বিদ্যালয় রয়েছে।
পড়ুয়াদের নিয়মিত আনাগোনা এই রাস্তা দিয়ে। রাস্তা যেভাবে মরণফাঁদ হচ্ছে তাতে চিন্তায় পড়ে যাচ্ছেন অভিভাবকরাও। স্থানীয় বাসিন্দাদের আর্জি অতি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হোক রাস্তা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584