সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
সরকারি ত্রাণ না পাওয়ায় ক্ষুব্ধ বকখালি এলাকার অধিকাংশ মানুষ। পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের দলাদলিতেও বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ।
বুলবুল ঝড় থেকে বেছে বেছে উদ্ধার করে আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে মাথা গোঁজার ঠাঁই পেলেও বেশির ভাগ বিরোধি দলের মানুষ এসব সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এই কারণে ক্ষুব্ধ এলাকাবাসী।
আরও পড়ুনঃ বুলবুলের দাপটে ভাঙল বাড়ি, মৃত ১
সেচ্ছাসেবী সংগঠন ওরফে কংগ্রেস নেতা ঘটনাস্থল পরিদর্শনে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় সাধারণ জনতা। তাদের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রীর মাধ্যমে ত্রাণের ব্যবস্থা করতে হবে এলাকায়। নতুবা বৃহত্তর আন্দোলনে নামবে তারা।
সমাজসেবী ওরফে রফিক মোল্লাকে তৃণমূল রাজনৈতিক দলের নেতা ভেবে ঘিরে ধরে এলাকার বাসিন্দারা। পরে সমাজসেবী হিসেবে পরিচয় পেলে তাঁর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠানোর কথা জানায় এলাকার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584