কালীপুজোয় ঠাকুর দেখে বাড়ি ফেরার বাসের দাবি গলসিতে

0
33

সুদীপ পাল, বর্ধমানঃ

দুর্গাপুজো পেরিয়ে গেল। গলসী এলাকার বাসিন্দারা দুর্গাপূজার প্রতিমা দেখার জন্য বর্ধমান যান। কিন্তু সেখান থেকে রাত আটটার পরে আর গলসিতে ফেরার কোনো ব্যবস্থা থাকে না। ফলে প্রত্যেকবারই বিপাকে পড়তে হয় দর্শণার্থীদের।

সমস্যা মেটাতে গলসি ও বর্ধমানের মধ্যে রাতের দিকে বাস চালানোর দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। কিন্তু সে দাবি মঞ্জুর হয়নি। স্থানীয় বাসিন্দা মলয় কান্তি মন্ডল বলেন, রাতের দিকে বর্ধমান থেকে যাতায়াতের কোন বাস বা ট্রেন থাকে না।

প্রতীকী ছবি

বর্ধমান থেকে রাত আটটায় গলসি যাওয়ার শেষ বাস ছাড়ে। রাত আটটা পাঁচ এর বর্ধমান থেকে শেষ ট্রেন চলে গেলে গলসি ফেরার কোনো ব্যবস্থাও নেই।

আরও পড়ুনঃ ‘ক্ষমাহীন অপরাধ’ আখ্যা, আটচল্লিশ হাজার বাসকর্মী বরখাস্ত তেলেঙ্গনায়

অথচ প্রত্যেক বছর বেলগ্রাম, কুলগড়িয়া, কুড়মুন থেকে বাসিন্দারা বর্ধমানের ঠাকুর দেখতে যান। বাসিন্দাদের অভিযোগ ঠাকুর দেখতে গিয়ে আটটা পেরিয়ে গেলে ফেরার কোনো ব্যবস্থা না থাকায় তখন গাঁটের কড়ি খরচা করে বেশি টাকা দিয়ে ঘরে ফিরতে হয়।

স্থানীয় প্রশাসনকে এই বিষয়টি নিয়ে বারবার আবেদন করা হয়েছিল। দুর্গাপূজার সময় না হলেও কালীপুজোতে যাতে সে ব্যবস্থা হয় তার জন্য প্রশাসনের কাছে তাঁরা আবেদন করছেন।স্থানীয় প্রশাসন বাসমালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here