দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল,আতঙ্কে এলাকাবাসী

0
58

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে প্রায় ১৫০ টি দাঁতাল ঘুরে বেড়াচ্ছে।যার ফলে জেলার বিভিন্ন ব্লকের মানুষজনেরা ব্যপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

locality panic for elephant | newsfront.co
নিজস্ব চিত্র

জেলার লালগড়, বেলপাহাড়ী, ঝাড়গ্রামের শালবনী ও জামবনী ব্লকের একেবারে ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় হাতির দল দিনে দুপুরে খাবারের সন্ধানে জঙ্গলের বাইরে বেরিয়ে আসছে। আর তার জেরেই বেশি করে আতঙ্ক গ্রাস করেছে গ্রামের বাসিন্দাদের মনে।

আরও পড়ুনঃ সেনা ছাওনির পরিত্যক্ত কুয়োতে ‘মিলিটারি’, অবশেষে উদ্ধার

বনদফতরের একটি সুত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম রেঞ্জের বান্দরভোলা মৌজার শালবনী এলাকায় প্রায় ১৭ টি, মানিকপাড়া রেঞ্জের কুসুমঘাটির গোবিন্দপুর এলাকায় ১৮ টি, জামবনী রেঞ্জের চিচিড়ার খাস জঙ্গল এলাকায় ৫০ টি, বেলপাহাড়ী রেঞ্জের কোদাপাল এলাকায় ৭ টি, গিধনী বীটের আমতলিয়া এলাকায় ১৮ টি, লোধাশুলি বীটের ভাওদা এলাকায় ১০ টি, ঝাড়খন্ড সীমান্তবর্তী আমলাশোল এলাকায় ৩০ টি হাতি ঘোরাফেরা করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here