নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
গত কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৪১ টি হাতির দল।আজ সকালে জয়পুরের সংলগ্ন বাঁকুড়া বিষ্ণুপুর যে বর্ডার রয়েছে সেই এলাকাতে দেখতে পাওয়া গেল রাস্তা পারাপার করতে।
এর ফলে একদিকে যেমন পানীয় জলের অভাবে চাষ কম হয়েছে অন্যদিকে চারিদিকে এই হাতির তাণ্ডব চলছে এবং বিভিন্ন জায়গায় ফসল সহ বিভিন্ন সামগ্রী ক্ষয়ক্ষতি সংখ্যা বেড়েই চলেছে।
কখনো দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ আক্রান্ত হচ্ছেন এই হাতির দ্বারা,আবার কখনো দেখা যাচ্ছে স্কুলের মিড ডে মিল জানালা ভেঙ্গে খাবার খেয়ে নিচ্ছে আবার বিভিন্ন বাড়ির জানালা ভেঙ্গে ধান পিয়াজ এসব ক্ষতি করে চলেছে।
আরও পড়ুনঃ ‘ওয়াচ টাওয়ারে’ বন্দী হবে হাতির গতিবিধি
বিশেষ সূত্রে জানা যায় বিষ্ণুপুরের দিক থেকে দ্বারকেশ্বর নদী পেরিয়ে বাঁকুড়ায় ঢোকার চেষ্টা করলে এলাকার মানুষজন তাদের পথ আটকালে পুনরায় হাতির দলটি আবার বিষ্ণুপুর এলাকায় জঙ্গলের দিকে ঢুকে যায়।
এর ফলে জয়পুর বাঁকাদহ এলাকার বিভিন্ন গ্রামের মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে। কবে এই আতঙ্ক থেকে মুক্তি পাবে গ্রামবাসীরা এখন সেদিকেই তাকিয়ে ঐ সব এলাকার গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584