নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

এলাকায় হাতি ও চিতাবাঘের আতঙ্ক, তার উপর বুনো শুয়োরের ভয়। সব মিলিয়ে সন্ধ্যা নামার আগেই রাত হচ্ছে ডুয়ার্সের জলদাপাড়া জঙ্গল লাগোয়া বিভিন্ন চা বাগান সংলগ্ন মানুষের ঘরে।
সম্প্রতি জলদাপাড়া জঙ্গল লাগোয়া তাসাটি চা বাগান, দলগাও চা বাগানের বিভিন্ন এলাকায় বুনো জন্তুর যাতায়াতের পথ নির্দিষ্ট করেছে বন দফতর। পথে বসানো হয়েছে সচেতনতা সাইন বোর্ড। আর সেই কারণেই এই আতঙ্ক আরও জোরদার হয়েছে।

তাসাটি চা বাগানের অনিল ওঁরাও বলেন, “লাগাতার বুনো জন্তুর হামলা চলছে, চিতাবাঘ বেরিয়ে পড়ছে। পাকা ধানের লোভে লোকালয়ে যখন তখন বেরিয়ে পড়ছে হাতি। দিনের বেলা তাও দৌড়ে পালিয়ে বাঁচা যায় কিন্তু রাতের অন্ধকারে বিপদ বেশি। সেই কারণে সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরে ঘর বন্দী হয়ে থাকছি সকলে।”


আরও পড়ুনঃ মহিলাদের জন্য নিরাপদ নয় ভারত, বিদেশি ভ্রমণকারীদের বাড়তি সতর্কতা
ওই চা বাগানের প্রশান্ত ওঁরাও বলেন, “এর মধ্যে আবার একটি কানা হাতির উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে। ফলে সব কাজ সেরে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আর বেরোই না। এক মাত্র বন দফতরের পাহাড়ার টিম এলাকায় থাকলে বাইরে বের হতে সাহস করি।”
তবে এই ঘটনাকে তেমন আমল দিতে নারাজ জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584