নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের অন্যতম যোগাযোগ ব্যবস্থা হল চা বলয়ের সাথে যোগাযোগ ব্যবস্থা। মাস ছয়েক আগে প্রবল ঝড়-বৃষ্টির জেরে কুমারগ্রাম ব্লকের তুরতুরিখণ্ড গ্রাম পঞ্চায়েতের ফাঁসখাওয়া এসএসবি ক্যাম্প সংলগ্ন পাহড়ের ঝর্ণার স্রোতে চুনিয়াঝোড়া-হাঁতিপোতা রাজ্য সড়কের কিছুটা অংশ ভেঙে যায় ।
রাস্তা ভেঙে যাওয়ার ফলে এলাকার চারটি বাগানের সাথে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিছিন্ন হয়ে পড়ে। সেই সময় তড়িঘড়ি যানচলাচল স্বাভাবিক রাখতে পূর্ত দফতরের উদ্যোগে পাশেই একটি ডাইভারশন তৈরি করা হয়|
আরও পড়ুনঃ রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের
বর্তমানে চুনিয়াঝোড়া, ফাঁসখাওয়া, জয়ন্তী ডিভিশন, রহিমাবাদের কয়েক হাজার শ্রমিকদের চলাচলের জন্য একমাত্র ভরসা এই ডাইভারশেনটি। মাস ছয়েক পার হয়ে গেলেও নতুন রাস্তা তৈরি না হওয়ায় বাসিন্দাদের ক্ষোভ জমেছে ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছয় মাস পেরিয়ে গেলেও রাস্তা এখন মেরামত করা হয়নি দিন দিন অসুবিধে বেড়েই চলছে বলে অভিযোগ। রাস্তাটি দ্রুত মেরামতের দাবি তুলেছেন স্থানীয়রা।
চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হলে ওই রাস্তা দিয়ে যেতে হয়। এদিকে ডাইভারেশনে রোগিদের অসুবিধে হচ্ছে। এছাড়াও এলাকার বহু ছাত্রছাত্রী স্কুল কলেজ দিয়ে যেতে হলে ওই রাস্তা দিয়ে যেতে তাঁরা অসুবিধার সম্মুখীন হচ্ছে।
এ বিষয়ে পূর্ত দফতরের এক্সিটিউভ ইঞ্জিনিয়ার সঞ্জীব গড়াই জানান, রাস্তাটি ভেঙে যাওয়ার পর রাস্তাটির মেরামতির জন্য প্রজেক্ট পাঠানো হয়েছে। মেরামতির অনুমতি আসলেই কাজ শুরু করা হবে। এ বিষয়ে কুমারগ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার বলেন, রাস্তাটি পরিদর্শন করে দ্রুত উর্ধতন কর্তৃপক্ষকে জানাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584